ঢাকা, এপ্রিল ২০, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১১:০৪:৩৮

এ পাতার অন্যান্য সংবাদ

পূর্ব লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল জিম্মি চুক্তিতে হামাসকে রাজি করাতে মিসর ও কাতারের দ্বারস্থ বাইডেন দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চীনের গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে রমজানে মুসলমানদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ ॥ চলছে যুদ্ধবিরতির বৈঠক জর্ডানে মার্কিন সৈন্য হত্যা ॥ দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে জাতিসংঘ দূতদের সাক্ষাত জি৭ নেতাদের ভিডিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত

‘ভারত ঘুমিয়ে থাকা হাতি নয়, চলতে শুরু করেছে’

| ১ ভাদ্র ১৪২৫ | Thursday, August 16, 2018

 

স্বাধীনতা দিবস উপলক্ষে আজ বুধবার সকালে ভারতবাসীর উদ্দেশে দিল্লির লালকেল্লা থেকে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

আজ ভারতের ৭২তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস উপলক্ষে আজ বুধবার সকালে ভারতবাসীর উদ্দেশে দিল্লির লালকেল্লা থেকে ভাষণ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এ দিনের ভাষণের প্রথমেই মোদি দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান। মোদি বলেন, দেশ আজ আত্মবিশ্বাসে ভরা। আজকের সূর্যোদয় নতুন কিছু নিয়ে এসেছে। আজ ভারতের নারীরা এগিয়ে চলেছে। দেশের মুখ উজ্জ্বল করছে। অর্থনীতিতে গোটা বিশ্বের মধ্যে ভারত ষষ্ঠ স্থানে উঠে এসেছে।

‘গত চার বছরে ভারতের অগ্রগতি লক্ষ করার মতো পর্যায়ে উঠেছে। ভারতে আজ যেমন ফসল উৎপাদন হচ্ছে, তেমনি রেকর্ড পরিমাণ লোকের হাতে উঠে এসেছে মোবাইল ফোন। ভারতে আজ কর্মসংস্থানের জোয়ার এসেছে। ডিজিটাল ইন্ডিয়া তৈরির পথে আমরা আজ এগিয়ে চলেছি।’

ভারতের সরকারপ্রধান বলেন, দেশের কৃষকরা বৈজ্ঞানিক উপায়ে ফসল উৎপাদন করছে। আমাদের সার্জিক্যাল স্ট্রাইক করার মতো সাহস রয়েছে। কেউ চোখ রাঙালে ভারতের সেনা পাল্টা জবাব দিতে জানে। ভারতের মাটিতে জিএসটি ও নোটবন্দির সিদ্ধান্ত সাধারণ মানুষের কথা ভেবেই নেওয়া হয়েছে। দল নয়, দেশই আমাদের কাছে প্রথম।

মোদি আরো বলেন, ভারতের মাটিতে আজ হাজার হাজার কোটি রুপির বিনিয়োগ আসছে। ভারত এখন আর ঘুমিয়ে থাকা হাতি নয়, চলতে শুরু করে দিয়েছে। যা গোটা বিশ্ব দেখছে।

মোদি আশা প্রকাশ করেন, আগামী দিনে বিশ্বের নিয়ন্ত্রক শক্তিতে পরিণত হবে ভারত। রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্মই এখন নতুন ভারত। এ ছাড়া এদিন মোদি ভারতের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের প্রসঙ্গ তাঁর বক্তব্যে তুলে ধরেন।