ঢাকা, এপ্রিল ২০, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০০:১৪:৪৭

এ পাতার অন্যান্য সংবাদ

বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বব্যাপী প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসার নিশ্চয়তা না পেয়ে বিএনপি নির্বাচন বর্জন করেছে : প্রধানমন্ত্রী মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ে মানুষের সাংস্কৃতিক সম্পৃক্ততার আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সংসদে কার্যকরী ভূমিকা রাখতে স্বতন্ত্র সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী প্রকল্প বাস্তবায়নে অসাধারণ সাফল্য দেখিয়েছে পিপিপি বিদেশি পর্যবেক্ষকদের আগমন স্বচ্ছ নির্বাচনে সহায়ক : তথ্যমন্ত্রী

‘বিএনপি নির্বাচনে অংশ নেয় কিনা এবার দেখতে চাই’

| ১৩ অগ্রহায়ন ১৪২২ | Friday, November 27, 2015

‘বিএনপি নির্বাচনে অংশ নেয় কিনা এবার দেখতে চাই’

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এবার একটু দেখতে চাই নিজ দলের মার্কা নিয়ে বিএনপি নির্বাচনে অংশ নেয় কিনা। এটি তাদের জন্য একটি বড় সুযোগ। নিজ নিজ মার্কা নিয়ে নির্বাচন করতে হবে। এখন তারা নির্বাচনটা করে কি করে না, সেটা দেখার বিষয়।’

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে গণভবনে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও সংসদীয় বোর্ডের সভার সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণ করলে আর তারা বলতে পারবে না নির্বাচনে অংশগ্রহণ করবো না। কারণ দলীয় প্রতীক নিয়ে তারা তো নির্বাচন করলো। আর না করলে এটা তাদের দলের জন্য ক্ষতি। এখন তারা কোন পথে যাবে, এটা তাদের বিষয়। এটা আমাদের বিষয় নয়।’

প্রধানমন্ত্রী বলেন, ‘একটা কথা মনে রাখতে হবে, তারা তো আসলে গণতন্ত্রের মধ্য দিয়ে জন্ম হয় নাই। বিএনপির জন্ম তো গণতন্ত্রের মধ্য দিয়ে না। এ কথা ভুললে চলবে না, জিয়াউর রহমান ক্ষমতা দখল করেছিল হত্যা, ক্যুয়ের মধ্য দিয়ে, রাজনীতির মধ্য দিয়ে না।’

তিনি বলেন, ‘জিয়ার ক্ষমতা দখল অবৈধ। সংবিধান লঙ্ঘন করেছে। আর্মি এ্যাক্ট লঙ্ঘন করেছে। নিজেকে নিজে রাষ্ট্রপতি ঘোষণা দিয়েছিল। একাধারে সেনাপ্রধান আবার রাষ্ট্রপতি। একই অঙ্গে দুই রূপ নিয়ে জিয়াউর রহমান ক্ষমতা দখল করেছিল, ঠিক যেমন আইয়ুব খান ক্ষমতা দখল করেছিল।’

হাসিনা বলেন, ‘পঞ্চম সংশোধনীতে এটা বৈধ করার চেষ্টা করেছিল, কিন্তু হাইকোর্ট রায় দিয়েছেন। হাইকোর্টের রায়ে এটা স্পষ্ট জিয়াউর রহমানের ক্ষমতা দখল অবৈধ, এরশাদের ক্ষমতা দখল অবৈধ। তাই পঞ্চম সংশোধনী আর সপ্তম সংশোধনী বাতিল ঘোষণা করা হয়েছে। এ জন্য জিয়াউর রহমানকে সাবেক রাষ্ট্রপতি বলা হলে হাইকোর্টের রায়কে লঙ্ঘন করা হবে।’

পরে শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়। আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও সংসদীয় বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।