ঢাকা, এপ্রিল ২৪, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৩:৫২:৫৪

‘না আছে হিরো, না আছে ভিলেন’

| ২২ ভাদ্র ১৪২৫ | Thursday, September 6, 2018

 

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী টাবু। ছবি : সংগৃহীত

বলা হয়, টাবু খুব ভালো হাসতে জানেন। যিনি প্রথমবার কথা বলবেন তাঁর সঙ্গে, তিনি বিস্মিত হবেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রী বিভিন্ন ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য বিখ্যাত, যেমন মাশিস (১৯৯৬), কালাপানি (১৯৯৬), চাঁদনি বার (২০০১), মকবুল (২০০৩) ও দৃশ্যম (২০১৫)।

ভারতীয় গণমাধ্যম ডিএনএর সঙ্গে কুড়ি মিনিট কথা বলেন এ অভিনেত্রী। কিন্তু বেশিরভাগ সময়ই হেসেছেন। প্রতিবেদক যখন তাঁকে বলেন— ‘সিরিয়াসলি’ কথা বলতে চান, তখন টাবু বলেন— ‘আমি এমনই, সবাইকে উল্লু বানিয়ে ছাড়ি। আমি যদি হাসাতে পারি, তবে তুমি সিরিয়াস প্রশ্ন করতে পারবে না।’

টাবু বেশ কয়েক মাস ধরে ব্যস্ত আছেন। ‘গোলমাল এগেইন’, ‘মিসিং’ ও ‘সঞ্জু’ ছবিতেও অভিনয় করেছেন তিনি। শ্রীরাম রাঘবন পরিচালিত ‘অন্ধ ধুন’ ছবিতে অভিনয় করেছেন তিনি। এতে আরো রয়েছেন আয়ুষ্মান খুরানা ও রাধিকা আপ্তে। গত ১ সেপ্টেম্বর এ ছবির ট্রেইলার মুক্তি পায়।

পরিচালক শ্রীরাম রাঘবন সম্পর্কে টাবু বলেন, ‘তিনি অসাধারণ পরিচালক। তাঁর ছবি নিয়ে তুমি একবাক্যে মন্তব্য করতে পারবে না। মানুষ যে পরিস্থিতির ভেতর দিয়ে যায়, তাঁর সিনেমায় তা-ই দেখানো হয়।’

ছবিতে টাবুর চরিত্র নিয়ে বলেন, ‘গুরুত্ব? সে নিয়ে বলতে চাই না। আশা করি, এটা খুব গুরুত্বপূর্ণ (হেসে)। কিন্তু তাঁর (শ্রীরাম রাঘবন) সব ছবি নিয়ে তুমি একটি বিন্দুতে আসতে পারবে না, বলতে পারবে না এ ছবিটি এ গল্প নিয়ে অথবা দুটো কেন্দ্রীয় চরিত্র আছে। প্রত্যেক চরিত্রই শক্তিশালী, এমনকী প্রত্যেক দৃশ্য; তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে।’

তাহলে ‘অন্ধ ধুন’ কি থ্রিলার ছবি? ‘আমি এভাবে শ্রেণিকরণে বিশ্বাসী নই। বিশেষ করে শ্রীরামের ছবি নিয়ে তা করা যায় না। তবে এ ছবিতে তুমি জানবে না গল্পটি কোথায় যাচ্ছে,’ বলেন এ অভিনেত্রী।

তবে কি ‘বদলাপুর’-এর মতো বলতে চাচ্ছেন? এ তারকা বলেন, ‘হুম। এই ছবিতে কোনো হিরো নেই, কোনো ভিলেনও নেই। তাঁরা নিজেরাই আছেন,  তাদের ইচ্ছে, নিঃশ্বাস এসবই।’

‘অন্ধ ধুন’ ছবিতে টাবু ও আয়ুষ্মান খুরানা। ছবি : সংগৃহীতটাবু তাঁর ক্যারিয়ারের শুরুতে অনেক কমেডি ছবি করেছেন। কিন্তু পরে বেশ কিছু সিরিয়াস ধারার ছবি করেন। গত বছর ফের কমেডি ছবি ‘গোলমাল এগেইন’-এ কাজ করেন।

এ নিয়ে টাবু বলেন, ‘হ্যাঁ, দীর্ঘদিন ধরেই আমার অন্যতম অভিজ্ঞতা এটি। সবসময় চাইতাম গোলমাল ফ্রাঞ্চাইজির অংশ হতে। আমি ওই ছবিগুলো পছ্ন্দ করি, বিশেষ করে তুষারের চরিত্র। আমার চরিত্রও মজার। অন্যরা ১১ বছর ধরে করছে। আমি নতুন ঢুকেছি, যদিও আমি অজয় দেবগনকে দীর্ঘদিন ধরে চিনি। আমাদের সেট-আপ দারুণ ছিল। আমরা সেটেও খুব মজা করেছি। ছবিটি হিটও করেছে।’

ক্যারিয়ারের শুরুতে বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে কাজ করেছেন টাবু, যেমন হাম সাথ সাথ হ্যায় (১৯৯৯) ও জয় হো (২০১৪)। এখন ফের ‘ভারত’ ছবিতে কাজ করছেন। কিন্তু কখনোই সালমানের সঙ্গে জুটি বাঁধা হয়নি।

টাবু বলেন, ‘সালমানের বিপরীতে কাজ করার জন্য কখনোই অফার পাইনি। কিন্তু আমরা একসাথে কিছু ভালো কাজ করেছি এবং এতেই আমি খুশি। যখন তুমি কারো সঙ্গে কাজ উপভোগ করবে, তখন পরিবারের মতো হয়ে যাবে। জুটি বাঁধার চাইতেও এটা আমার কাছে গুরুত্বপূর্ণ।’

‘অন্ধ ধুন’ ছবিতে অন্ধ পিয়ানো বাদকের চরিত্রে অভিনয় করছেন আয়ুষ্মান খুরানা। তাঁর প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন রাধিকা আপ্তে। তৃতীয় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন টাবু। আগামী ৫ অক্টোবর মুক্তি পাবে ‘অন্ধ ধুন’।