ঢাকা, এপ্রিল ২০, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৭:১৯:৪৩

এ পাতার অন্যান্য সংবাদ

বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বব্যাপী প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসার নিশ্চয়তা না পেয়ে বিএনপি নির্বাচন বর্জন করেছে : প্রধানমন্ত্রী মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ে মানুষের সাংস্কৃতিক সম্পৃক্ততার আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সংসদে কার্যকরী ভূমিকা রাখতে স্বতন্ত্র সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী প্রকল্প বাস্তবায়নে অসাধারণ সাফল্য দেখিয়েছে পিপিপি বিদেশি পর্যবেক্ষকদের আগমন স্বচ্ছ নির্বাচনে সহায়ক : তথ্যমন্ত্রী

‘নারীর ক্ষমতায়নের দিক থেকে বাংলাদেশ একটি রোল মডেল’

| ২ ফাল্গুন ১৪২২ | Sunday, February 14, 2016

‘নারীর ক্ষমতায়নের দিক থেকে বাংলাদেশ একটি রোল মডেল’

ঢাকা: ‘নারীর ক্ষমতায়নের দিক থেকে বাংলাদেশ একটি রোল মডেল। বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী, সংসদের স্পিকার, সংসদের বিরোধী দলীয় নেতা নারী নির্বাচিত হওয়ায় এটি সমসাময়িক বিশ্বে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এর ফলে বাংলাদেশের জেন্ডার ভিত্তিক সকল সামাজিক নির্দেশকগুলোর ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে’ বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী।

রবিবার বাংলাদেশ সফররত আফগানিস্তানের মহিলা বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারপারসন ফৌজিয়া কুফি এর নেতৃত্বে ৬ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল স্পিকারের সংসদের কার্যালয়ে সাক্ষাতকালে তিনি একথা বলেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘নারীর আর্থ-সামাজিক উন্নয়নে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ গুরুত্ব প্রদান করায় এবং তার গৃহীত বিভিন্ন নীতিমালা ও পদক্ষেপের সফল বাস্তবায়নের ফলে বাংলাদেশে নারী উন্নয়নের ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে।’

তিনি বলেন, ‘নারী ও শিশুদের উন্নয়নে গৃহীত পদক্ষেপের কারণে এর দীর্ঘস্থায়ী ফলাফল পাওয়া যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের নারী শিক্ষার ক্ষেত্রে যেমন অগ্রসরমান তেমনি কর্মেক্ষেত্রেও তারা অবদান রাখছে। তিনি তৈরি পোশাক শিল্পের উদাহরণ তুলে ধরে বলেন, এ খাতে প্রায় ৮০ শতংশ কর্মী নারী এবং তারা বৈদেশিক অর্থ উপার্জনে অবদান রাখছে।’

স্পিকার বলেন, ‘কর্মজীবী নারীদের জন্য বর্তমান সরকার ডরমেটরি চালু করেছে এবং তাদের শিশু সন্তানদের জন্য ডে-কেয়ার সেন্টার চালু করা হয়েছে। নারী ও পুরুষদের একসাথে কাজ করার সুযোগ থাকায় নারী পুরুষ কর্মীদের মানসিকতায় পরিবর্তন এসেছে। এতে কর্ম পরিবেশের উন্নতি ঘটেছে।’

প্রতিনিধি দলে মহিলা বিষয়ক স্থায়ী কমিটির সদস্য টুরপিকে প্যাটম্যান, কোবরা মুস্তাফাউই এমপি, জাহরা তোকি জাবুলি এমপি, রুবাবা পারওয়ানি ডারউইশ এমপি এবং আজিজি জালিস এমপি অংশ নেন।

সাক্ষাৎ প্রদান করায় প্রতিনিধিদল স্পিকারকে ধন্যবাদ জানান। স্পিকার বাংলাদেশ সফরে আসায় এবং তার সাথে সাক্ষাৎ করায় আফগানিস্তানের সংসদীয় প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান।