ঢাকা, এপ্রিল ২৫, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১২:৩৫:৩০

‘না.গঞ্জে আধুনিক কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটউট স্থাপনের প্রস্তাব’

| ১৩ শ্রাবণ ১৪২২ | Tuesday, July 28, 2015

 

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: শিল্প প্রধান নারায়ণগঞ্জ জেলায় এখন পর্যন্ত সরকারি-বেসরকারি উদ্যোগে কোনো আধুনিক শিল্প প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠেনি। তাই শিল্প বান্ধব এই জেলায় দক্ষ জনবল তৈরিতে একটি আধুনিক কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটউট স্থাপনের

প্রস্তাব দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: আনিছুর রহমান মিঞা।

মঙ্গলবার রাজধানীর প্রধানমন্ত্রীর কার্যালয়ে শুরু হওয়া জেলা প্রশাসক সম্মেলনের প্রথম দিনে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধিবেশনে সংশ্লিষ্ট মন্ত্রীরা বিভিন্ন পদক্ষেপের বিষয় তুলে ধরলে এমন প্রস্তাব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক।

এ ছাড়াও সাধারণ বিষয়ে শিক্ষকের পাশাপাশি তথ্য ও যোগাযোগ (আইসিটি) বিষয়ের শিক্ষক স্বল্পতা পূরণ, মাল্টিমিডিয়া ক্লাস রুমের প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ এবং অঞ্চলভেদে বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের প্রস্তাব করেছেন দেশের জেলা প্রশাসকেরা।

এর আগে সকালে ৩ দিন ব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।