ঢাকা, মার্চ ২৯, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, স্থানীয় সময়: ০৪:৩৮:২০

এ পাতার অন্যান্য সংবাদ

আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বব্যাপী প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসার নিশ্চয়তা না পেয়ে বিএনপি নির্বাচন বর্জন করেছে : প্রধানমন্ত্রী মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ে মানুষের সাংস্কৃতিক সম্পৃক্ততার আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সংসদে কার্যকরী ভূমিকা রাখতে স্বতন্ত্র সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী প্রকল্প বাস্তবায়নে অসাধারণ সাফল্য দেখিয়েছে পিপিপি বিদেশি পর্যবেক্ষকদের আগমন স্বচ্ছ নির্বাচনে সহায়ক : তথ্যমন্ত্রী ফোর্বসের শীর্ষ ক্ষমতাধর নারীদের তালিকায় শেখ হাসিনা ৪৬তম বিএনপি-জামায়াত সারাদেশে বিশৃঙ্খলার ষড়যন্ত্র করছে : ওবায়দুল কাদের

‘দেশে আধুনিক প্রযুক্তিসম্পন্ন যুদ্ধ সরঞ্জাম সংগ্রহ করা হচ্ছে’

| ৭ অগ্রহায়ন ১৪২২ | Saturday, November 21, 2015

‘দেশে আধুনিক প্রযুক্তিসম্পন্ন যুদ্ধ সরঞ্জাম সংগ্রহ করা হচ্ছে’  ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশে আধুনিক প্রযুক্তিসম্পন্ন যুদ্ধ সরঞ্জাম সংগ্রহ করে সমর শক্তি বৃদ্ধি করা হচ্ছে।’

শনিবার বিকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে প্রণীত ১৯৭৪ সালের প্রতিরক্ষা নীতির আলোকে ফোর্সেস গোল ২০৩০ এর আওতায় ৩ বাহিনীর পুনর্গঠন ও আধুনিকায়নের কাযক্রম পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে।’

‘প্রতিরক্ষা বাহিনীকে শক্তিশালী করার লক্ষ্যে সেনা, নৌ এবং বিমান বাহিনীকে দেশে ও বিদেশে উন্নততর প্রশিক্ষণ প্রদানসহ আধুনিক প্রযুক্তি সম্পন্ন যুদ্ধ সরঞ্জাম দিয়ে সজ্জিত করার প্রয়াস অব্যাহত আছে।’

তিনি বলেন, ‘বন্ধু প্রতিম দেশগুলোর সহযোগিতায় আধুনিক প্রযুক্তিসম্পন্ন যুদ্ধ সরঞ্জাম সংগ্রহ করে সমর শক্তি বৃদ্ধি করা হচ্ছে।’

শেখ হাসিনা বলেন, ‘সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও সম্প্রসারণে যে যে পদক্ষেপ নেয়া প্রয়োজন সেটা আমরা নিবো এবং আমরা তা নিচ্ছি।’

দেশের দক্ষিণালে একটি পূর্ণাঙ্গ ডিভিশন প্রতিষ্ঠার পদক্ষেপ নেয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী সিলেটে একটি পদাতিক ডিভিশন এবং কক্সবাজারের রামুতে একটি পদাতিক ডিভিশন প্রতিষ্ঠার কথা তুলে ধরেন।

এছাড়া শক্তিশালী সেনাবাহিনী গঠন ও সেনাবাহিনীর কল্যাণে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি।

নৌবাহিনীর আধুনিকায়নে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দুটি সাবমেরিন আগামী বছরের মধ্যে সংযোজন করা হবে। এ বছরের শেষ নাগাদ দুটি করভেট সংযোজন করা হবে।

দেশের শিপইয়ার্ড সমূহে তৈরি করা ফ্লিট ট্যাংকার, ল্যান্ডিং ক্রাফট ট্যাংক ও লার্জ প্যাট্রোল ক্রাফট বাংলাদেশ নৌবাহিনীকে সমৃদ্ধ করছে বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় তিনি বিশাল সমুদ্র সীমা অর্জন ও এর নিরাপত্তার কথা তুলে ধরেন বলেন, আওয়ামী লীগ সরকার দূরদৃষ্টি সম্পন্ন সিদ্ধান্ত এবং সক্রিয় ভূমিকার কারণে আমরা বিশাল সমুদ্র সীমা অর্জন করেছি।

বিমান বাহিনীকে একটি যুগোপযোগী ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক মিগ-২৯ যুদ্ধ বিমান, সি-১৩০ পরিবহন বিমান এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিরক্ষা রাডার সংযোজন, এফ-৭ বিজি যুদ্ধ বিমান, এমআই-১৭১ এসএইচ হেলিকপ্টার, অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র এফএম-৯০ সংযোজন, বঙ্গবন্ধু অ্যারোনটিক্যান সেন্টার স্থাপনসহ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন।

এছাড়া স্বাধীনতা পরবর্তী সময়ে একটি দক্ষ ও চৌকস সশস্ত্র বাহিনী গড়তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীনতা উত্তর যুদ্ধ বিধ্বস্ত দেশের আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও তিনি গভীর প্রজ্ঞা ও দূর দৃষ্টি নিয়ে একটি আধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তোলার ঐকান্তিক প্রচেষ্টা ও উদ্যোগ গ্রহণ করেছিলেন।’

অবকাঠামো নির্মাণ, আর্থ-সামাজিক উন্নয়ন ও ডিজিটাল বাংলাদেশ গঠনে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘সশস্ত্র বাহিনী তাদের নানাবিধ জনসেবামূলক কর্মকাণ্ডের জন্য জনগণের বিশ্বস্ততা অর্জন করতে পেরেছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলাসহ উদ্ধার তৎপরতা ও অন্যান্য অভ্যন্তরীণ সংকট নিরসনকল্পে সশস্ত্র বাহিনী দেশপ্রেমের বিরাট উদাহরণ সৃষ্টি করেছে।’

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অর্পিত দায়িত্ব দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে পালন করে দেশের সম্মান বৃদ্ধি করায় সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

চিকি‍ৎসা ও আবাসনসহ সশস্ত্র বাহিনীর কল্যানে সরকারের নেয়া বিভিন্ন বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। দেশের আর্থ-সামাজিক উন্নয়নের কথা তুলে ধরেন আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আওয়ামী লীগ যখন সরকার গঠন তখন সবাই কিছু না কিছু পায়।

দেশের অর্থনৈতিক অগ্রগতির কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের অর্থনীতি যেভাবে এগিয়ে যাচ্ছে, তা যেন অব্যাহত থাকে।’

দেশ গঠনে সকলের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এদেশ আমাদের; এ মাটি আমাদের, এদেশের মানুষ আমাদের। সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে দক্ষিন এশিয়ায় একটি উন্নত সমৃদ্ধ শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলবো। কারো করুণা ভিক্ষে করে নয়। বিজয়ী জাতি আমরা। বিশ্বসভায় আমরা মাথা উচুঁ করে চলবো।’

সংবর্ধনা উপলক্ষ্যে সেনাকুঞ্জ সামরিক কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের মিলনমেলায় পরিণত হয়।

বক্তব্য শেষে প্রধানমন্ত্রী ঘুরে ঘুরে উপস্থিত ব্যক্তিবর্গের সঙ্গে কুশল বিনিময় করেন। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সদস্য, কুটনৈতিক, সাবেক বাহিনী প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সেনাকুঞ্জে পৌঁছালে তিন বাহিনী প্রধান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার সস্ত্রীক প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।