ঢাকা, মার্চ ২৮, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, স্থানীয় সময়: ১৫:৩৪:০৬

এ পাতার অন্যান্য সংবাদ

ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হিসেবে ফের নিয়োগ পেলেন বিপ্লব বড়ুয়া সংসদ অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আপিলে দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন নির্বাচনে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি সেনাবাহিনী চায় ইসি : পিএসও আদালত আবমাননায় বিচারক সোহেল রানার সাজার বিরুদ্ধে আপিলের রায় ২৩ জানুয়ারি রাজধানীর ২১টি স্থানে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগের ঘটনায় ৪ জন গ্রেফতার : ডিএমপি নির্বাচনে সেনা মোতায়েন হবে কিনা, জানালেন ইসি ‘মাছ-মাংসের আশা করি না, শেষ ভরসা সবজিতেও আগুন’ দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে শঙ্কা

‘জঙ্গি’ সাইফুলের বাবা খায়েরসহ দুজন কারাগারে

| ২ ভাদ্র ১৪২৪ | Thursday, August 17, 2017

 

‘জঙ্গি’ সাইফুল ইসলামের বাবা আবুল খায়ের মোল্লা ও ‘শিবির নেতা’ আবদুল্লাহ বিন মোসাদ্দেক সামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ছবি: ফোকাস বাংলা

রাজধানীর পান্থপথে একটি হোটেলে জঙ্গিবিরোধী অভিযানের সময় নিহত সাইফুল ইসলামের বাবা আবুল খায়ের মোল্লাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার খুলনায় জ্যেষ্ঠ বিচারিক হাকিম নুসরাত জাবিন এ নির্দেশ দেন।

একই সঙ্গে আবদুল্লাহ বিন মোসাদ্দেক সামি নামে এক ব্যক্তিকেও কারাগারে পাঠিয়েছেন আদালত। ওই দুই ব্যক্তিকে একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশ উভয়কে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডের আবেদন করে। বিকেল ৫টায় শুনানি শেষে বিচারক নুসরাত জাবিন রিমান্ড নামঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে আগামী ২৮ আগস্ট।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন জানান, ‘আবদুল্লাহ বিন মোসাদ্দেক সামি ইসলামী ছাত্রশিবিরের একজন নেতা। সামিই সাইফুলকে ঢাকা পাঠিয়েছিলেন। তাঁর নামে এরই মধ্যে এই থানায় নাশকতার মামলা হয়েছে।’

গত ১৫ আগস্ট রাজধানীর পান্থপথে একটি হোটেলে জঙ্গি অভিযানে নিহত হন সাইফুল। পুলিশ জানায়, সাইফুল আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন। নিহত সাইফুল একজন জঙ্গি। ঘটনার দিন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বলেন, ‘ধানমণ্ডির ৩২ নম্বরকে টার্গেট করে জঙ্গিরা জাতীয় শোক দিবসের মিছিলে হামলার পরিকল্পনা করছিল।’

নিহত সাইফুল খুলনার ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের নওকাটি গ্রামের বাসিন্দা। ওই দিনই সাইফুলের বাবা আবুল খায়ের মোল্লাকে আটক করে পুলিশ। পুলিশ সুপার (এসপি) নিজাম উদ্দিন মোল্লা জানান, নিহত সাইফুল সম্পর্কে তথ্য জানতে খায়েরকে আটক করা হয়। পরে তিনি জানান, সাইফুলের বাবা খায়ের সাহস ইউনিয়ন জামায়াতে ইসলামীর কোষাধ্যক্ষ ও নওকাটি জামে মসজিদের ইমাম।

এসপি নিজাম বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, ওই ঘটনায় আবদুল্লাহ ব্নি মোসাদ্দেক সামি নামে একজনকে আটক করা হয়। তিনি আরো জানান, সামি ইসলামী ছাত্রশিবিরের একজন নেতা।

গতকাল মঙ্গলবার সকালে নওকাটি গ্রাম থেকে আবুল খায়েরকে আটক করা হয়। এসপি নিজাম উদ্দিন জানান, এরপর দুপুর দেড়টার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। তবে আজ আদালতে পুলিশই খায়েরকে হাজির করে।