ঢাকা, এপ্রিল ১৯, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৭:৩৫:০০

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

‘কয়েক দিন পরেই বিদেশি হত্যার মূল রহস্য বেরিয়ে আসবে’

| ২৪ আশ্বিন ১৪২২ | Friday, October 9, 2015

‘কয়েক দিন পরেই বিদেশি হত্যার মূল রহস্য বেরিয়ে আসবে’

কুষ্টিয়া: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘২ বিদেশি হত্যাকাণ্ডের ঘটনা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটি গভীর চক্রান্ত। এ ব্যাপারে তদন্ত চলছে, কয়েক দিন পরেই বিদেশি হত্যার মূল রহস্য বেরিয়ে আসবে।’

শুক্রবার বেলা ১১টায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামে নিজ বাড়িতে দলীয় নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় কালে তথ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, পুলিশ প্রশাসন অত্যন্ত দক্ষতার সাথে প্রকৃত খুনিদের খুঁজে বের করে দেশবাসীর সামনে হাজির করবে তখন দেখা যাবে কারা এ হত্যকাণ্ডের সাথে জড়িত। সুতরাং অচিরেই এ হত্যকাণ্ডের মূল রহস্য বেরিয়ে আসবে।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংবাদ সম্মেলনে দেয়া ‘গণতন্ত্রহীন অবস্থা চলতে থাকলে জঙ্গিবাদীরা সুযোগ নেবে’- এমন এক মন্তেব্যের প্রেক্ষিতে বলেন, ‘এটি অনেকটা ভুতের মুখে রাম নামের মতো। জঙ্গিবাদকে উৎখাতের জন্য জাতীয় ঐক্য দরকার, তবে ঐক্য তার সঙ্গে হবে যারা গণতন্ত্রে বিশ্বাস করেন।’

মন্ত্রী বলেন, বর্তমান সরকার বিদ্যুত উন্নয়নে এগিয়ে যাচ্ছে। যারা ক্ষমতায় থেকে বিদ্যুতের পিলার বসিয়ে মানুষকে বোকা বানিয়েছিল। এই সরকার তা না করে একের পর এক বিদ্যুত উন্নয়ন করে সেঞ্চুরি করেছে। সুতরাং মহাজোটের সরকার বাংলাদেশের মানুষের উন্নয়নের সরকার বলে তিনি উল্লেখ করেন।

এ সময় জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক, জেলা জাসদ সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।