ঢাকা, মার্চ ২৯, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, স্থানীয় সময়: ১৪:০২:১৯

এ পাতার অন্যান্য সংবাদ

কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির পণ্যমূল্য সহনীয় রাখতে সরকারের পাশাপাশি জনগণেরও নজরদারি চাই : সংসদে প্রধানমন্ত্রী রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকবে : প্রধানমন্ত্রী দিনের তাপমাত্রা বাড়তে পারে বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের ও উপনেতা আনিসুল ইসলাম রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বব্যাপী প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসার নিশ্চয়তা না পেয়ে বিএনপি নির্বাচন বর্জন করেছে : প্রধানমন্ত্রী

‘কামাল, ফখরুলসহ সংলাপে যাবেন ঐক্যফ্রন্টের ১৬ নেতা’

| ১৫ কার্তিক ১৪২৫ | Tuesday, October 30, 2018

Image result for মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের নেতৃত্বে ১৬ সদস্যের প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে সংলাপে অংশ নেবে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের বৈঠক শেষে  সাংবাদিকদের এসব কথা বলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

ড. কামাল হোসেনের সভাপতিত্বে ওই বৈঠকে উপস্থিত ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক, জেএসডির সহসভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সাবেক ছাত্রনেতা সুলতান মো. মুনসুর, গণস্বাস্থ্যের ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।

প্রতিনিধিদলে কারা থাকছেন— এমন প্রশ্নের জবাবে আ স ম রব বলেন, ‘বিএনপি মহাসচিব ১০০ বার যাবেন। উনাকে বাদ দিয়ে তো সংলাপ হবে না। জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আমাকে মুখপাত্র ঠিক করা হয়েছে। আমি এবং ড. কামাল হোসেনের বাইরে কেউ কথা বললে এটা জাতীয় ঐক্যফ্রন্টের বক্তব্য হবে না।’

আ স ম রব বলেন, ‘আমি আশা করি সংলাপের মাধ্যমে আগামী দিনে একটি সম্ভাবনা সৃষ্টি হবে। কোনো সংলাপ ব্যর্থ হয় না। আমরা চিঠি দিয়েছিলাম ৭ দফা দাবি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করব। তিনি আলোচনার জন্য রাজি হয়েছেন। সময় দিয়েছেন। আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ১৬ জন যাব গণভবনে। সেখানে আলোচনা হবে।’

রব বলেন, ‘সংলাপ ছাড়াও পরবর্তীতে ঢাকা, রাজশাহী, বরিশালসহ আমাদের আরো অনেক প্রোগ্রাম আছে। সুশীল সমাজের সঙ্গে, সম্পাদকদের সঙ্গে আমাদের বৈঠক আছে। ওলামা মাশায়েখদের সঙ্গে, পেশাজীবীদের সঙ্গে, শ্রমজীবীদের সঙ্গে আমাদের বৈঠক আছে।’

রব আরো বলেন, ‘আমার মনে হয় এই মুহূর্তে পুরো জাতি তাকিয়ে আছে দেশের আজ যে ক্রান্তিলগ্ন সৃষ্টি হয়েছে এই বিষয়ে আমরা কথা বলব কি বলব না সেটার দিকে। আজকে প্রধানমন্ত্রীর এই সংলাপের আমন্ত্রণের মধ্য দিয়ে একটি দরজা খোলা হলো। আলোচনা হচ্ছে, হবে এবং চলবে।’

জেএসডি সভাপতি বলেন, ‘জাতীয় সমস্যার জন্য মুক্তিযুদ্ধে লাখ লাখ মানুষ নির্বিচারে জীবন দিয়েছে। তাদের যে আকাঙ্ক্ষা, চেতনা এবং তাদের লক্ষ বাস্তবায়নে কাজ করছে ঐক্যফ্রন্ট। একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন যেন হতে পারে, সবাই যাতে ভোট দিতে পারে, এগুলো নিয়ে সাত দফার আলোকে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ হবে।’

সংবিধান সম্মত আলোচনার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে রব বলেন, ‘দেশ সংবিধানের জন্য নাকি দেশের জন্য সংবিধান। দেশের জন্য, মানুষের জন্য, গণতন্ত্রের জন্য, সব বিষয় নিয়ে আলোচনা হবে। সব সমস্যার জন্য আলোচনা হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রব বলেন, ‘আমরা গতকাল সোমবার বলেছি খালেদা জিয়ার মামলাটা পেন্ডিংয়ে আছে। আপিল হয়েছে। আমরা মনে করি এই মামলাটা রাজনৈতিক প্রতিহিংসামূলক। তিন তিন বারের প্রধানমন্ত্রী দুই-তিন কোটি টাকা আত্মসাৎ করতে পারে এটা মানুষ বিশ্বাস করে না। আমরা কীভাবে বিশ্বাস করব? আমরা প্রতিহিংসার রাজনীতির নিন্দা জানাই।’

বৈঠক শেষে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘খোলা মন নিয়ে যদি সংলাপে বসে তাহলে আশাবাদী হওয়ার কারণ আছে।’