ঢাকা, মার্চ ২৮, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, স্থানীয় সময়: ২১:৪৫:২৭

‘এমন উদ্দ্যোগ সাধারণ মানুষ এবং সরকারের সাথে আরো বেশি মেলবন্ধন তৈরি করবে’

| ১০ শ্রাবণ ১৪২২ | Saturday, July 25, 2015

ঢাকা বিভাগের ১৭ টি জেলার জেলা প্রশাসনের বিভিন্ন উদ্ভাবনীয় ও উন্নয়ন মূলক উদ্যোগ নিয়ে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

ভিডিও কনফারেন্সে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনসহ অন্যান্য জেলার প্রশাসনের সাথে সরাসরি সংযুক্ত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার জিল্লার রহমান। বৃহস্পতিবার সকাল ১১ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।
ভিডিও কনফারেন্সে ঢাকা বিভাগের সকল জেলা প্রশাসকসহ নিজ নিজ জেলার কার্যবিবরণী ও উদ্ভাবনীয় মূলক উদ্যোগ সমূহ ঢাকা বিভাগীয় কমিশনারের কাছে উপস্থাপন করেন। পরে তিনি জেলা প্রশাসকদের উদ্যোগ অনুযায়ী দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

‘এমন উদ্দ্যোগ সাধারণ মানুষ এবং সরকারের সাথে আরো বেশি মেলবন্ধন তৈরি করবে’

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে স্থাপিত অনলাইন রেডিও নারায়ণগঞ্জ’র বিষয়টি জিল্লার রহমানকে অবহিত করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: আনিছুর রহমান মিঞার। পরে এমন উদ্ভাবনীয় মূলক উদ্যেগকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, এটি খুবই ভালো এবং ফলপ্রসু একটি উদ্দ্যেগ, যা সাধারণ মানুষ এবং সরকারের সাথে আরো বেশি মেলবন্ধনতৈরি করবে। উদ্যোগটি আমার কাছে অনেক ভালো লেগেছে।

ঢাকা বিভাগের সকল জেলা প্রশাসকদের উদ্দেশ্যে বলেন, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো: আনিছুর রহমান মিঞার মত আপনারাও এই অনলাইন রেডিও’র বিষয়টি মাথায় রাখবেন।

ভিডিও কনফারেন্স শেষে অনলাইন রেডিও নারায়ণগঞ্জের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার জিল্লার রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইসরাত হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ছিদ্দিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন আরা বেগম, জেলা যুব উন্নয়নের উপ-পরিচালক আতিকুর রহমান, জেলা মৎস কর্মকর্তা মর্জিনা বেগম, সহকারী কমিশনার (ভূমি) সদর মাসুম আলী বেগ, সহকারী কমিশনার (ভূমি) সিদ্ধিরগঞ্জ সার্কেল শিলু রায়, সদর উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আকতার চৌধুরী, সোনারগাঁ উপজেলার যুব উন্নয়ণ কর্মকর্তা এস এম হাবিব, নারায়ণগঞ্জ ৩’শ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্বাবধায়ক নিতিশ কান্তি দেবনাথ সহ জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা বৃন্দ।

আরও পড়ুন...