ঢাকা, মার্চ ২৯, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, স্থানীয় সময়: ০৫:০৭:৪৮

৮ জানুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুইডিশ শিল্পীদের সঙ্গীতানুষ্ঠান

| ২৫ পৌষ ১৪২৬ | Wednesday, January 8, 2020

ঢাকা, ৭ জানুয়ারি, ২০২০ (বাসস) : জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে সুইডিশ শিল্পীদের পরিবেশনায় আগামীকাল সকাল সাড়ে ১০টায় মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সুইডেনের ‘লুন্ড ইন্টারন্যাশনাল টেগর কোয়াইর’ সঙ্গীত দলের পরিবেশনায় এই সঙ্গীতানুষ্ঠান হবে। অনুষ্ঠানে চেয়ারপার্সন হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ।
রবীন্দ্র সঙ্গীত প্রিয় এই দলটি সুইডেনের নাগরিক দ্বারা ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এই সঙ্গীত দলটির নেতৃত্বে রয়েছেন বুবু মুন্সী একলুন্ড। তিনি একজন রবীন্দ্র সঙ্গীতশিল্পী। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিগ্রি সম্পন্ন করে ১৯৮৩ সাল থেকে সুইডেনে স্থায়ীভাবে বসবাস করছেন।

image_printPrint

 

SHARE