ঢাকা, এপ্রিল ২৫, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৬:৩১:০৩

এ পাতার অন্যান্য সংবাদ

বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বব্যাপী প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসার নিশ্চয়তা না পেয়ে বিএনপি নির্বাচন বর্জন করেছে : প্রধানমন্ত্রী মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ে মানুষের সাংস্কৃতিক সম্পৃক্ততার আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সংসদে কার্যকরী ভূমিকা রাখতে স্বতন্ত্র সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী প্রকল্প বাস্তবায়নে অসাধারণ সাফল্য দেখিয়েছে পিপিপি বিদেশি পর্যবেক্ষকদের আগমন স্বচ্ছ নির্বাচনে সহায়ক : তথ্যমন্ত্রী

৭ মার্চের ভাষণ বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি লাভ করায় ২৫ নভেম্বর দেশব্যাপী উৎসাহ-উদ্দীপনায় ব্যাপক কর্মসূচি

| ৯ অগ্রহায়ন ১৪২৪ | Thursday, November 23, 2017

ঢাকা : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’-এ অন্তর্ভুক্তির মাধ্যমে বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের স¦ীকৃতি লাভ করায় দেশব্যাপী ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে ২৫ নভেম্বর উদ্যাপন করার লক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
তথ্য মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তর ও সংস্থা এ উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। বুধবার এক তথ্য বিবরণীতে এ খবর জানানো হয়।
এতে বলা হয়, আগামী ২৫ নভেম্বর শনিবার ধানমন্ডির ৩২ নম্বর থেকে দুপুর বারোটায় গণযোগাযোগ অধিদপ্তরের নিজস¦ শিল্পীদের পরিবেশনায় উদ্বুদ্ধকরণ সংগীত প্রচার এবং দুপুর দু’টায় আনন্দ শোভাযাত্রা নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশে যাত্রা করা হবে।
এতে আরো বলা হয়, গণযোগাযোগ অধিদপ্তরের আওতায় জেলা তথ্য অফিসের মাধ্যমে মহিলা সমাবেশ, কর্মশালা, মতবিনিময় এবং উঠান বৈঠকে বঙ্গবন্ধুর এ ভাষণ প্রচার করা হবে। ২৫ নভেম্বর ঢাকাসহ দেশব্যাপী একযোগে সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ এবং ‘ওরা ১১ জন’ চলচ্চিত্র প্রচার করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা শহরের গুরুত্বপূর্ণ জনবহুল ২০টি স্থানে গণযোগাযোগ অধিদপ্তরের সংগীত দলের মাধ্যমে ২৫ নভেম্বরের আনন্দ শোভাযাত্রার প্রচার-প্রচারণা চালানো হবে। ঢাকাসহ সকল জেলা শহরে বড় পর্দায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রদর্শন করা হচ্ছে।
২৫ থেকে ২৭ নভেম্বর চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর প্রাঙ্গণে ডিজিটাল ডিসপ্লের আয়োজন করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহযোগিতায় শাহবাগসহ ঢাকা শহরের ৩/৪টি জনবহুল এলাকায় ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ডকুমেন্টরি প্রচারের ব্যবস্থা করা হয়েছে।
বাংলাদেশ টেলিভিশন ২৫ নভেম্বরের আনন্দ শোভাযাত্রা সরাসরি সম্প্রচার করবে। এ ছাড়া বাংলাদেশ টেলিভিশনে ২৩ নভেম্বর থেকে প্রচারের জন্য বঙ্গবন্ধুর ভাষণের টিভিসি প্রস্তুত করা হয়েছে।
বাংলাদেশ বেতারের ঢাকা কেন্দ্রসহ সকল আঞ্চলিক কেন্দ্র থেকে ২৫ নভেম্বর সকাল ৮টায় স¦াধীন বাংলা বেতার কেন্দ্রের বজ্রকণ্ঠ অনুষ্ঠান একযোগে প্রচার করা হবে।
২৫ নভেম্বর সিনেমা হলগুলোতে বঙ্গবন্ধুর এ ভাষণ প্রচারের জন্য উদ্যোগ নেয়া হয়েছে এবং ২৫ নভেম্বরের পূর্বে ঢাকা মহানগরীর ৫টি স্থানে বড় স্ক্রিনে বঙ্গবন্ধুর এ ভাষণ প্রচারের ব্যবস্থা নেয়া হয়েছে।
তথ্য অধিদফতরের ফিচার শাখা থেকে বিশিষ্ট সাংবাদিক মোতাহার হোসেনের লেখা ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিশ্বের মুক্তিকামী ও শোষিত মানুষের আলোকবর্তিকা’ শীর্ষক নিবন্ধ পত্রিকায় প্রকাশের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।