ঢাকা, এপ্রিল ১৮, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৮:১৯:৪৮

এ পাতার অন্যান্য সংবাদ

টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র পুনর্বাসন না করে বস্তিবাসীদের উচ্ছেদ করা হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হিসেবে ফের নিয়োগ পেলেন বিপ্লব বড়ুয়া সংসদ অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আপিলে দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন নির্বাচনে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি সেনাবাহিনী চায় ইসি : পিএসও আদালত আবমাননায় বিচারক সোহেল রানার সাজার বিরুদ্ধে আপিলের রায় ২৩ জানুয়ারি রাজধানীর ২১টি স্থানে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগের ঘটনায় ৪ জন গ্রেফতার : ডিএমপি নির্বাচনে সেনা মোতায়েন হবে কিনা, জানালেন ইসি

৭২ ঘণ্টার মধ্যে রাজন হত্যার চার্জশিট: আইনমন্ত্রী আনিসুল হক

| ২৮ শ্রাবণ ১৪২২ | Wednesday, August 12, 2015

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘৭২ ঘণ্টার মধ্যে রাজন হত্যার চার্জশিট দেওয়া হবে। মামলার একজন আসামি দেশের বাইরে থাকায় মামলার চর্জশিট দেওয়ায় বা বিচার কাজ চলায় কোনো অসুবিধা হবে না।   বুধবার রাজধানী হোটেল সোনারগাঁয়ে ‘রেজিস্ট্রেশন ম্যানুয়েল, ২০১৪’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। অনুষ্ঠানটি পরিচালনা করেন আইন সচিব (লেজিসলেটিভ ও ড্রাফট) মো. শহীদুল হক।   গত ৮ জুলাই বুধবার সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত সিলেটে নির্যাতন করে হত্যা করা হয় শিশু সামিউল আলম রাজনকে। ওই দিন দুপুর ১টার দিকে মাইক্রোবাসে তার মৃতদেহ গুম করার চেষ্টাকালে নগরীর কুমারগাঁও এলাকায় গাড়িসহ মুহিত নামে একজনকে আটক করে এলাকাবাসী। পরে রাজনের বাবা গাড়িচালক আজিজুর রহমান ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ছেলের মৃতদেহ শনাক্ত করেন। মৃতদেহের শরীরে ৬৪টি আঘাতের চিহ্ন রয়েছে বলে ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় করা মামলার আসামি মুহিতের ভাই কামরুল সৌদি আরবে পালিয়ে যাওয়ার পর সেখানে আটক হন। এছাড়া মুহিতের স্ত্রী লিপি বেগম ও দুই প্রত্যক্ষদর্শীসহ এখন পর্যন্ত এ মামলায় নয়জনকে গ্রেফতার করা হয়েছে।   গত ২৩ জুলাই ‘তিন-চারদিনের মধ্যে’ রাজন হত্যা মামলার অভিযোগপত্র দেওয়া হবে বলে জানিয়েছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। ওই দিন তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজন হত্যার তড়িৎ বিচার ও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয়, সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, আমাকে তিনি আশস্ত করেছেন, আগামী তিন-চারদিনের মধ্যে এই মামলার অভিযোগপত্র দাখিল করা হবে। এরপর দ্রুতই বিচারকাজ শুরু করে তা নিষ্পত্তি করা হবে।’   আইনমন্ত্রীর ঘোষণার পর প্রায় তিন সপ্তাহ পার হলেও এখন পর্যন্ত এ মামলার চার্জশিট দেওয়া হয়নি। এরই পরিপ্রেক্ষিতে বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে নতুন করে ৭২ ঘণ্টার মধ্যে রাজন হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হবে বলে জানালেন আইনমন্ত্রী।   এর আগে বুধবার ‘রেজিস্ট্রেশন ম্যানুয়েল, ২০১৪’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, ‘ম্যানুয়েল হালানাগাদ করে নতুন সংস্করণ প্রকাশনার উদ্যোগ একটি সময়োপযোগী ও সঠিক উদ্যোগ। রেজিস্ট্রেশন বিভাগীয় মাঠ পর্যায়ের কর্মকর্তাসহ পেশাজীবী মহলের জন্য এবং অবাধ তথ্য প্রবাহের এই যুগে রেজিস্ট্রেশন ম্যানুয়েল এর নতুন সংস্করণটি রেজিস্ট্রেশন বিভাগের সংশ্লিষ্ট সকলের দায়িত্ব পালনের ক্ষেত্রে গুরুত্বপর্ণ সহায়ক গ্রন্থ হিসেবে বিবেচিত হবে।’   অনুষ্ঠানে আইন সচিব (আইন ও বিচার) এ এস এম জহিরুল হক, নিবন্ধন পরিদফতরের মহাপরির্শক খান আবদুল মান্নানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।