ঢাকা, এপ্রিল ২৬, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৩:৪২:৫৯

এ পাতার অন্যান্য সংবাদ

বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বব্যাপী প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসার নিশ্চয়তা না পেয়ে বিএনপি নির্বাচন বর্জন করেছে : প্রধানমন্ত্রী মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ে মানুষের সাংস্কৃতিক সম্পৃক্ততার আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সংসদে কার্যকরী ভূমিকা রাখতে স্বতন্ত্র সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী প্রকল্প বাস্তবায়নে অসাধারণ সাফল্য দেখিয়েছে পিপিপি বিদেশি পর্যবেক্ষকদের আগমন স্বচ্ছ নির্বাচনে সহায়ক : তথ্যমন্ত্রী

৭০ রানে পিছিয়ে বাংলাদেশ

| ৭ শ্রাবণ ১৪২২ | Wednesday, July 22, 2015

মাহমুদউল্লাহও পারলেন না ইনিংসটাকে বড় করতে । ছবি: শামসুল হক

বৃষ্টির কারণে আপাতত বন্ধ আছে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের তৃতীয় সেশনের খেলা। কিন্তু বৃষ্টির ঠিক আগ দিয়েই মাহমুদউল্লাহর উইকেটটি হারিয়ে কিছুটা সমস্যায় বাংলাদেশ। এই মুহূর্তে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৭৮। দক্ষিণ আফ্রিকার সংগ্রহের চেয়ে এখনো ৭০ রানে পিছিয়ে মুশফিকুর রহিমের দল।
ভারনন ফিল্যান্ডারের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরেছেন মাহমুদউল্লাহ। আউট হওয়ার আগে খেলেছেন ৬৭ রানের এক ইনিংস। তামিমের মতোই ইনিংসটি বড় করার অবস্থায় দাঁড়িয়ে ফিরতে হয়েছে তাঁকে।
বৃষ্টি-বিরতির আগ দিয়ে মুশফিকুর রহিমের সঙ্গে ৩৪ রান যোগ করেছিলেন মাহমুদউল্লাহ। মুশফিক অবশ্য অপরাজিত আছেন ১৬ রানে। মাহমুদউল্লাহ ফেরায় উইকেটে এসেছেন সাকিব আল হাসান।
বাংলাদেশের ইনিংসের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় ছিল তৃতীয় উইকেটে তামিম-মাহমুদউল্লাহর ৮৯ রানের জুটি। দলীয় ৫৫ রানের মাথায় ইমরুল কায়েস ও মুমিনুল হকের বিদায়ের পর এই জুটিই পাল্টা আক্রমণে বিপর্যস্ত করেছিল প্রোটিয়া-বাহিনীকে। ১২৯ বলে ৫৭ রান করে ডিন এলগারের বলে বোল্ড হয়ে সাজঘরের পথে হাঁটেন তামিম।
দক্ষিণ আফ্রিকার পক্ষে একটি করে উইকেট ভাগ করে নিয়েছেন ফন জিল, সাইমন হারমার, ডিন এলগার ও ভারনন ফিল্যান্ডার।
এর আগে, ৪৬ রানের উদ্বোধনী জুটির পর ফন জিলের বলে উইকেটরক্ষক কুইন্টন ডি ককের হাতে স্টাম্পড হন ইমরুল। হারমারের বলে বোল্ড হয়ে ফেরেন মুমিনুল হক।