ঢাকা, এপ্রিল ২৫, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৮:৪৭:২১

এ পাতার অন্যান্য সংবাদ

বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বব্যাপী প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসার নিশ্চয়তা না পেয়ে বিএনপি নির্বাচন বর্জন করেছে : প্রধানমন্ত্রী মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ে মানুষের সাংস্কৃতিক সম্পৃক্ততার আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সংসদে কার্যকরী ভূমিকা রাখতে স্বতন্ত্র সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী প্রকল্প বাস্তবায়নে অসাধারণ সাফল্য দেখিয়েছে পিপিপি বিদেশি পর্যবেক্ষকদের আগমন স্বচ্ছ নির্বাচনে সহায়ক : তথ্যমন্ত্রী

৩ বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

| ২৪ আশ্বিন ১৪২২ | Friday, October 9, 2015

ঢাকা: ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৩টি বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার গণভবন থেকে আশুগঞ্জের ৩টি বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেন তিনি।

বিদ্যুৎকেন্দ্রেগুলো হচ্ছে- আশুগঞ্জ ২শ’ ২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট, ইউনাইটেড আশুগঞ্জ ২শ’ মেগাওয়াট মডিউলার পাওয়ার প্ল্যান্ট ও আশুগঞ্জ মিডল্যান্ড ৫১ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট।

ইউনাইটেড আশুগঞ্জ ২শ’ মেগাওয়াট মডিউলার পাওয়ার প্ল্যান্টটি সরকারি কোম্পানি আশুগঞ্জ পাওয়ার স্টেশন লিমিটেড এবং বেসরকারি প্রতিষ্ঠান ইউনাইটেড এন্টারপ্রাইজেস অ্যান্ড কোম্পানি লিমিটেডের যৌথ মালিকানায় স্থাপিত বাংলাদেশের ১ম বিদ্যুৎকেন্দ্র। এই প্রকল্পে ১ হাজার ৩২৬ কোটি টাকা ব্যয় হয়েছে।

মিডল্যান্ড ৫১ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টটি ভিয়েলাটেক্স লিমিটেড ও শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের যৌথ মালিকানায় প্রতিষ্ঠিত। বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণের ব্যয় হয়েছে ৩শ’ কোটি টাকা। আশুগঞ্জ ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের প্রকল্প ব্যয় ২ হাজার ১১৬ কোটি টাকা।

এই ৩টি বিদ্যুৎকেন্দ্র উদ্বোধনের পর জাতীয় গ্রিডে ৪৭৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। এতে দেশে কর্মসংস্থান সৃষ্টি ও সামগ্রিক অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন আরও ত্বরান্বিত।

একইসাথে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এবং নিজের নামে প্রতিষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ২টি হলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।

চট্টগ্রামে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হল দুটি উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.ইফতেখার উদ্দিন চৌধুরী, রেজিস্ট্রার ড.শামসুল হুদা, পরীক্ষা নিয়ন্ত্রক মোস্তাফিজুর রহমান, প্রক্টর আলী আহসান চৌধুরী, সমাজবিজ্ঞান অনুষদের ডিন ড.মোহাম্মদ আবুল হোসেন, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন ড.সেকান্দর চৌধুরী এবং চবি শিক্ষক সমিতির সভাপতি ড.মনসুর আহমেদ।

চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন আহমেদও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

৩ বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী