ঢাকা, এপ্রিল ২০, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১১:৪৪:৪৯

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

২০ দিনের মধ্যে নির্বাচনকালীন সরকার, ২৭ ডিসেম্বর নির্বাচন:অর্থমন্ত্রী

| ২১ ভাদ্র ১৪২৫ | Wednesday, September 5, 2018

Image result for অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ বুধবার বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

আগামী ২০ দিনের মধ্যে নির্বাচনকালীন সরকার গঠিত হবে। আর আগামী ২৭ ডিসেম্বর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ বুধবার বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, নির্বাচনকালীন সরকার হবে ছোট পরিসরে। এ সরকার সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন দায়িত্ব পালন করবে। শুধু রুটিন ওয়ার্ক করবে এ সরকার।

নির্বাচনকালীন সরকারে শেখ হাসিনা থাকবেন কি না, এ প্রশ্নের জবাবে আবুল মাল আবদুল মুহিত বলেন, অবশ্যই প্রধানমন্ত্রী ও আমাদের দলের প্রধান শেখ হাসিনার নেতৃত্বেই নির্বাচনকালীন সরকার হবে।

নির্বাচনকালীন সরকারে বিএনপির কাউকে রাখা হবে কি না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, বর্তমান সংসদে বিএনপির প্রতিনিধিত্ব নেই। কাজেই নির্বাচনকালীন সরকারে বিএনপির কাউকে রাখার কোনো সুযোগ নেই। সংসদে যেসব দলের প্রতিনিধিত্ব রয়েছে শুধু সে সব দলের সংসদ সদস্যরাই নির্বাচনকালীন সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে অর্থমন্ত্রীর সঙ্গে সিলেট সিটি করপোরেশনের পুননির্বাচিত মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলররা অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সাক্ষাতের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, তারা নির্বাচিত হয়েছেন। আজ মেয়র হিসেবে আরিফুল হক চৌধুরী শপথ নিয়েছেন। তাঁরা এসেছিলেন সৌজন্য সাক্ষাৎ করতে।