ঢাকা, মার্চ ১৯, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০, স্থানীয় সময়: ১৪:৩৭:০৪

এ পাতার অন্যান্য সংবাদ

কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির পণ্যমূল্য সহনীয় রাখতে সরকারের পাশাপাশি জনগণেরও নজরদারি চাই : সংসদে প্রধানমন্ত্রী রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকবে : প্রধানমন্ত্রী দিনের তাপমাত্রা বাড়তে পারে বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের ও উপনেতা আনিসুল ইসলাম রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বব্যাপী প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসার নিশ্চয়তা না পেয়ে বিএনপি নির্বাচন বর্জন করেছে : প্রধানমন্ত্রী

২০৪১ সালে উন্নত দেশ হবার স্বপ্নের আদলে নিজেদের তৈরি করতে হবে : ড. আতিউর রহমান

| ৭ চৈত্র ১৪২৪ | Wednesday, March 21, 2018

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, আমাদেরকে ২০৪১ সালে উন্নত দেশ হবার স্বপ্নের আদলে নিজেদের তৈরি করতে হবে।’
তিনি বলেন, ‘আমরা স্বল্পোন্নত দেশের পরিচয় পেছনে ফেলে উন্নয়নশীল দেশের কাতারে যুক্ত হচ্ছি- এটিই আমাদের সাফল্যের গল্পের সবটুকু নয়। বরং তা এক নয়া মাইলফলক। এটা বরং নয়া পথ-নকশার শুরু’।
আজ বুধবার বিকালে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে স্বল্পন্নোত দেশের মর্যাদা থেকে বাংলাদেশের উত্তরণ : চ্যালেঞ্জ ও মূল্যায়ন শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান এ কথা বলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এবং বাংলাদেশ চলচিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট- এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. রফিকুজ্জামান।
ড. আতিউর রহমান বলেন, বাংলাদেশের এই ঐতিহাসিক অর্জনের পেছনে বাঙালির মুক্তির অনুপ্রেরণা যুগিয়েছেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কূশলী নেতৃত্বের মাধ্যমে এই উত্তরণকে ত্বরান্বিত করেছেন’।
তিনি বলেন, উন্নত ও উন্নয়নশীল অনেক দেশেই অর্থনৈতিক সমৃদ্ধি ঘটলেও দারিদ্র্য কমেনি। তবে বাংলাদেশের গরিব মানুষও অর্থনৈতিক সমৃদ্ধির সুফল ভোগ করতে সক্ষম হয়েছে।
ড. আতিউর রহমান আশা প্রকাশ করেন, মুক্তিযুদ্ধের চেতনার আলোকে বাংলাদেশ দ্রুতই উন্নত সোনার বাংলা হবার মহাসড়কে উঠে যাবে এবং সেই পথে আরও অনেক দূর এগিয়ে যাবে।