ঢাকা, এপ্রিল ২০, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৫:৪৬:০৮

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

১৪ দলীয় জোটের সঙ্গে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের বৈঠক,পূজামণ্ডপে হামলা বিচ্ছিন্ন ঘটনা স্বাস্থ্যমন্ত্রী নাসিম

| ২৬ আশ্বিন ১৪২২ | Sunday, October 11, 2015

ঢাকা: স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলীয় জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, ‘প্রতিবছর দেশের কোথাও না কোথাও পূজামণ্ডপে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। তবে এগুলো বিচ্ছিন্ন ঘটনা।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

রোববার রাতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলীয় জোটের সঙ্গে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের এক বৈঠকে তিনি পূজার নিরাপত্তা নিয়ে কথা বলেন।

নাসিম বলেন, ‘প্রতিমা ভাঙচুরের কিছু বিচ্ছিন্ন ঘটনা প্রতিবছরই ঘটে। এমন ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতীতের মতো ভবিষ্যতেও ব্যবস্থা নেবে।’

তিনি আরো বলেন, ‘আশা করি বিগত দিনের মতো এবারো শান্তিপূর্ণভাবে, উৎসব মুখর পরিবেশে পূজা উদ্‌যাপিত হবে।’

এসময় তিনি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন দুর্গাপূজায় স্থানীয় জনপ্রতিনিধি এবং ১৪ দলীয় জোটের নেতাকর্মীদের সহযোগিতা করার আহ্বান জানান।

তিনি বলেন, ‘অন্যান্য বছরের মতো এবারো শান্তিপূর্ণভাবে পূজা উদ্‌যাপনে সহযোগিতা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানানো হয়েছে।’

একটি অশুভ চক্র দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে, উল্লেখ করে বলেন, ‘আমরা বিশ্বার করি, এ অশুভ চক্রকে পরাজিত করতে পারবো।’

বৈঠকে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ,
সাংগঠনিক সম্পাদক আহাম্মদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য আনিছুর রহমান মল্লিক, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান, হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, সহসভাপতি নিমচন্দ্র ভৌমিক, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ, সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব প্রমুখ।