ঢাকা, মার্চ ২৯, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, স্থানীয় সময়: ০৪:৩৩:২২

এ পাতার অন্যান্য সংবাদ

ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হিসেবে ফের নিয়োগ পেলেন বিপ্লব বড়ুয়া সংসদ অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আপিলে দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন নির্বাচনে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি সেনাবাহিনী চায় ইসি : পিএসও আদালত আবমাননায় বিচারক সোহেল রানার সাজার বিরুদ্ধে আপিলের রায় ২৩ জানুয়ারি রাজধানীর ২১টি স্থানে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগের ঘটনায় ৪ জন গ্রেফতার : ডিএমপি নির্বাচনে সেনা মোতায়েন হবে কিনা, জানালেন ইসি ‘মাছ-মাংসের আশা করি না, শেষ ভরসা সবজিতেও আগুন’ দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে শঙ্কা

১২২ বছরেও বেতনের আওতায় আসেনি সংস্কৃত কলেজের কর্মকর্তা-কর্মচারিরা

| ২২ আষাঢ় ১৪২২ | Monday, July 6, 2015

বরিশাল বিভাগের একমাত্র কলেজ গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই গ্রামের প্রতিষ্ঠিত “বাকাই হরি গোবিন্দ সংস্কৃত কলেজ”। কলেজ অধ্যক্ষর মাসিক আয় ১৪৯ টাকা ৫০ পয়সা। তার বছরে একত্রে একবারে তুলতে হয়। সংস্কৃত কলেজর শিক্ষকদের অমানবিক জীবন ধারণের বিষয়টি অধিকাংশ লোকের অজানা। সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সংস্কৃত শিক্ষা বোর্ডর অধিনে পরিচালিত সংস্কৃত কলেজ কর্মরত শিক্ষকদের মানবতার জীবন জাপন। এই কলেজে কর্মরতদের নেই কোন বেতন-ভাতা। তারা শুধু পেয়ে থাকে মহার্ঘ ভাতা! অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠান কর্মরত শিক্ষকতা পেশায় কর্মজীবিরা া সম্মানসূচক ডিগ্রী গ্রহণ করে সংস্কৃত কলেজের অধ্যক্ষসহ শিক্ষক ও কর্মচারীদের ভাগ্যের উন্নয়ন ঘটেনি বৃটিশ থেকে স্বাধীন বাংলায় ১২২ বছরেও। “বাতির নীচে অন্ধকার” প্রবাদের এই বচনটি সংস্কৃত কলেজে পুরোপুরি সত্য। বাকাই হরি গোবিন্দ সংস্কৃত কলেজ’র অধ্যক্ষ নিখিল রায় চৌধুরী তিনি বলেন, ব্রিটিশ আমলে স্থানীয় শিক্ষানুরাগী ও বিখ্যাত পন্ডিত হরি গোবিন্দ রায় চৌধুরী ১২২ বছর পূর্বে বাংলা ১৩০০ খ্রীঃ মোতাবেক ইংরেজী ১৮৯৩ সালে নিজের ১ একর ১০ শতক জমির উপরে নিজ নামে প্রতিষ্ঠা করেন “বাকাই হরি গোবিন্দ সংস্কৃত কলেজ।” ওই যুগে বাবা-মায়েরা তাদের ছেলে মেয়েদের পড়াশুনার জন্য পন্ডিত মহাশয়ের “টোল” বা পাঠশালায় দিতেন। কালক্রমে পাঠশালাটি কলেজে প্রতিষ্ঠা লাভ করে। ওই কলেজে বর্তমানে পড়ানো হয় কাব্য, ব্যকরণ, আয়ুর্বেদ শাস্ত্র, পুরাণ, পুরোহিত্য ও স্মৃতি শাস্ত্রসহ ছয়টি বিষয়ে শিক্ষার্থীদের তিন বছর মেয়াদী কোর্স করতে হয়। শিক্ষকতাসহ বিভিন্ন পেশার পাশাপাশি এই কলেজে অধ্যায়ন করে সামাজিক, সাস্কৃতিক ও ধর্মীয় জ্ঞানার্জন করে সম্মান সূচক ডিগ্রী গ্রহণ করে অনেকে। সেই শাস্ত্রবিদ তৈরির শিক্ষকরা ধর্মীয় জনগোষ্ঠিকে ধর্মীয় ও শাস্ত্রীয় শিক্ষায় শিক্ষিত করলেও তারা পয়না দেশের সরকারি সুজক। বর্তমান সমাজে চরমভাবে অবহেলিত ও উপেক্ষিত এই সকল কলেজের শিক্ষকরা। ফলে অর্থনৈতিক দৈন্য দশার কারণে বর্তমান সভ্যতায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন তারা। চরম ক্ষোভ নিয়ে অধ্যক্ষ নিখিল রায় চৌধুরী আরও বলেন, ১৯৮৮ সাল থেকে অধ্যক্ষর দ্বায়িত্ব পালন করে আসছি। এই সময়টুকুর মধ্যেই অনেক ছাত্র এখান থেকে শিক্ষা জীবন শেষ করে রাষ্ট্রের বড় পদে আসীন হয়েছেন। এমনকি উপমহাদেশের বিখ্যাত পন্ডিত, শাস্ত্রজ্ঞরা, মাধ্যমিক স্কুলের শিক্ষক। কলেজ অধ্যক্ষ নিখিল রায় চৌধুরী আরও বলেন, সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সংস্কৃত ও পালি শিক্ষাবোর্ডর আওতায় কলেজ পরিচালিত হচ্ছে। পালি বোর্ড ঢাকার কমলাপুরের বাসাবো বৌদ্ধ মন্দিরে অবস্থিত। কলেজে অধ্যক্ষসহ তিন জন শিক্ষক ও এক জন অফিস সহকারী কর্মরত রয়েছেন। বর্তমান শিক্ষা বর্ষে কলেজে দেড় শতাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। পরিক্ষায় কৃতকার্যদের সনদপত্র দেয়া হয় মন্ত্রণালয় থেকে। দেশে হাতে গোনা কয়েকটা কলেজ থাকলেও সরকারের উদাসীনতার কারণে এর পাঠ্য বই পর্যন্ত বাজারে পাওয়া যায়না। পাঠ্য বই সংগ্রহ করতে হয় ভারত থেকে। এমন অর্থনৈতিক দৈন্য দশার মধ্যে কেন এই কলেজে চাকুরী করছেন জানতে চাইলে তিনি বলেন, পূর্ব পুরুষেরা প্রতিষ্ঠান তৈরী করেছে সমাজের হিত করার জন্য। তাই তাদের সেই মহৎ চিন্তা চেতনার দিকে তাকিয়ে তাদের অবস্থান ধরে রাখার জন্য বিনা বেতনে কাজ করছি। ২০০১ সালে ফ্যাসিলিটিজ বিভাগ থেকে তিন তলার একটি ভবন নির্মান করা হয়। ওই ভবনেই চলছে শিক্ষাসহ আবাসনের কাজ। ক্যাম্পাসে নেই আলাদা ছাত্রাবাস। ছাত্রবাস না থাকায় শিক্ষার্থীদের র্দূভোপোহাতে হয়। অধ্যক্ষ নিখিল রায় চৌধুরী বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রীসহ সংশি¬ষ্ঠ মন্ত্রনালয়ের কাছে সংস্কৃত কলেজের শিক্ষকদের দিকে আশু দৃষ্টি কামনা করছেন। কলেজ প্রতিষ্ঠাতার ছেলে বিমল রায় চৌধুরী বলেন, কেন যে বাবা এই প্রতিষ্ঠান তৈরী করেছিলেন জানিনা! যে প্রতিষ্ঠানে জ্ঞানী-গুনী ব্যক্তিরা শিক্ষার্থী হিসেবে সনদপত্র গ্রহণ করে আর প্রতিষ্ঠানের কথা মনেই রাখেন না। বাকাই হরি গোবিন্দ সংস্কৃত কলেজ’র গভর্নি বডির সভাপতি ও অগ্রনী ব্যাংকের পরিচালক এ্যাডভোকেট বলরাম পোদ্দার বলেন, তাদের সম্মানী নিম্ন থেকে অত্যান্ত নিম্ন পর্যায়ে। আর্থিক কারণে তাদের জীবন যাত্রা সত্যি অমানবিক। সরকার সকল শিক্ষাকে যুগোপযোগী, আধুনিকায়ন ও বিজ্ঞান সন্মত করেছে। সরকার মাদ্রাসা শিক্ষা আধুনিকায়ন করে আলাদা বোর্ডের মাধ্যমে বেতন কাঠামো নির্ধারন করেছে। দেশে সংস্কৃত কলেজগুলোর সংখ্যা খুব বেশী নয়। তাই তাদের জন্য সময়োপযোগী বেতন কাঠামো নির্ধারণ করে তাদের অমানবিক জীবন থেকে অর্থনৈতিক মুক্তি দেয়া উচিৎ। এজন্য সরকারের সংশি¬ষ্ঠ মন্ত্রনালয়ের নজর দেয়া একান্ত প্রয়োজন।