ঢাকা, এপ্রিল ১৯, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১২:৪২:১৪

এ পাতার অন্যান্য সংবাদ

পূর্ব লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল জিম্মি চুক্তিতে হামাসকে রাজি করাতে মিসর ও কাতারের দ্বারস্থ বাইডেন দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চীনের গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে রমজানে মুসলমানদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ ॥ চলছে যুদ্ধবিরতির বৈঠক জর্ডানে মার্কিন সৈন্য হত্যা ॥ দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে জাতিসংঘ দূতদের সাক্ষাত জি৭ নেতাদের ভিডিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত

হামাস ও ইসরাইলের মধ্যে নতুন করে ৪৮ ঘণ্টার জন্য যুদ্ধবিরতির চেষ্টা মিশরের

| ১১ ভাদ্র ১৪২১ | Tuesday, August 26, 2014

gaza-620x330.jpg

ইন্টারন্যাশনাল ডেস্ক :  ফিলিস্তিনের হামাস ও ইহুদিবাদী ইসরাইলের মধ্যে নতুন করে ৪৮ ঘণ্টার জন্য যুদ্ধবিরতির চেষ্টা করছে মিশর।কায়রোর দেয়া এ প্রস্তাব গ্রহণ করা হলে অবরুদ্ধ গাজার ক্রসিং পয়েন্টগুলো খুলে দেয়া হবে এবং গাজায় ত্রাণ ও নির্মাণ-সামগ্রী নেয়ার পথ উন্মুক্ত যাবে। ফিলিস্তিনের একজন কর্মকর্তা জানিয়েছেন, হামাস যদি এ প্রস্তাব মেনে নেয় তাহলে ইসরাইলও যুদ্ধবিরতির মানতে পারে।

এর আগেও ফিলিস্তিন ও ইসরাইলের আলোচকদের মধ্যে যুদ্ধবিরতির বিষয়ে কয়েক দফা বৈঠক হয়েছে তবে দু’পক্ষের মধ্যে ব্যাপক মতপার্থক্য থাকায় স্থায়ী যুদ্ধবিরতি করা সম্ভব হয় নি।মিশরের একজন কর্মকর্তা নতুন করে যুদ্ধবিরতির বিষয়ে মিশরের উদ্যোগ নিয়ে এরইমধ্যে হামাস ও ইসরাইলের সঙ্গে যোগাযোগ করেছে। তিনি জানান, দু’পক্ষ বসতে রাজি হলে ক্রসিং পয়েন্ট খুলে দেয়া, গাজায় ত্রাণ ও নির্মাণ-সামগ্রী পৌঁছানো এবং অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আবার আলোচনা করা হবে।অন্য একজন ফিলিস্তিনি কর্মকর্তা জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মিশর সরকার আলোচনার জন্য ইসরাইল ও হামাসকে আমন্ত্রণ জানাতে পারে।