ঢাকা, এপ্রিল ২০, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১০:৫৮:৩৯

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

স্বাধীনতা বিরোধীদের সঙ্গে ড. কামাল হোসেনের ঐক্য অশুভ ঘটনা : তোফায়েল আহমেদ

| ৭ কার্তিক ১৪২৫ | Monday, October 22, 2018

সংসদ ভবন : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, স্বাধীনতা বিরোধী দল, যারা বঙ্গবন্ধুর হত্যাকান্ডের সঙ্গে জড়িত, এমন দলের সঙ্গে ড. কামাল হোসেনের ঐক্য একটি অশুভ ঘটনা।
তিনি আজ সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে একথা বলেন। বিএনএফ’র সংসদ সদস্য আবুল কালাম আজাদ এর আগে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ বিষয়টি উত্থাপন করেন।
তোফায়েল আহমেদ বলেন, ‘যারা বঙ্গবন্ধুকে স্বপরিবারে খুনের সঙ্গে জড়িত, ২১ আগস্ট গ্রেনেড হামলার সাথে জড়িত, যাদের যাবজ্জীবন কারাদন্ড হয়েছে, যারা ফাঁসির আসামী, ফাঁসি হয়েছে, তাদের সাথে ঐক্য করে বর্তমানে যে দৃস্টান্ত স্থাপন করেছেন ড. কামাল হোসেন তা নিয়ে আমাদের কিছু বক্তব্য আছে।”
তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন করতে ৩০ লাখ লোক শহীদ হয়েছে। প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করতে। অনেক মা-বোনের ইজ্জত লুন্ঠন করা হয়েছে, এই সেই বাংলাদেশ। জাতির জনক দেশে ফিরে এসে আমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনার আলোকে এই সংবিধান উপহার দেন। সেই সংবিধানে রাষ্ট্রীয় ৪টি মূল নীতি উল্লেখ করা হয়েছে।’ তোফায়েল আহমেদ এ ব্যাপারে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ বছরের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে একদিন সংসদে আলোচনা করতে চান।