ঢাকা, মার্চ ২৮, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, স্থানীয় সময়: ২২:৩৫:০৪

এ পাতার অন্যান্য সংবাদ

ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হিসেবে ফের নিয়োগ পেলেন বিপ্লব বড়ুয়া সংসদ অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আপিলে দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন নির্বাচনে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি সেনাবাহিনী চায় ইসি : পিএসও আদালত আবমাননায় বিচারক সোহেল রানার সাজার বিরুদ্ধে আপিলের রায় ২৩ জানুয়ারি রাজধানীর ২১টি স্থানে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগের ঘটনায় ৪ জন গ্রেফতার : ডিএমপি নির্বাচনে সেনা মোতায়েন হবে কিনা, জানালেন ইসি ‘মাছ-মাংসের আশা করি না, শেষ ভরসা সবজিতেও আগুন’ দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে শঙ্কা

সংখ্যালঘু পরিবারের শিশুকে ধর্ষণঃ যুবলীগ নেতা হাতেনাতে আটক

| ২৯ ভাদ্র ১৪২২ | Sunday, September 13, 2015

 

dhaka

হবিগঞ্জের বানিয়াচং সংখ্যালঘু পরিবারের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবলীগ নেতাকে শুক্রবার দিবাগত রাত একটার দিকে স্থানীয় লোকজন তাঁকে ধর্ষণ করার সময় হাতেনাতে আটক করে। শামছুল মিয়া চৌধুরী (৩২) নামের ওই ব্যক্তি উপজেলার কাগাপাশা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি। স্থানীয় প্রভাবশালী রাজনীতিক হিসেবে পরিচিত শামছুল মিয়ার হুমকিতে রাতে স্থানীয় লোকজন তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয়। তবে আজ শনিবার সকালে শিশুটির মা শামছুলের বিরুদ্ধে মামলা করেন। দুপুরে তাঁকে পুলিশ গ্রেপ্তার করে। ধর্ষণের শিকার শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাতে ওই শিশুটি ঘরের একটি কক্ষে ঘুমিয়েছিল। রাতে প্রতিবেশী শামছুল দরজা ভেঙে ঘরে ঢোকেন। শিশুটির চিৎকারে তার মা কক্ষে ঢুকে শামছুলকে ধর্ষণ করতে দেখে চিৎকার দেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। তাঁরা শামছুলকে ওই ঘরের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখেন। তখন শামছুল মিয়া সেখানে উপস্থিত সবাইকে শাসিয়ে বলেন, এ ঘটনা নিয়ে কেউ বাড়াবাড়ি করলে তিনি তাঁকে ‘দেখে নেবেন’। তখন লোকজন ওই এলাকার ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মাহমুদ আলীকে ডেকে আনে। মাহমুদ আলী রাত দুইটার দিকে শামছুলকে অনুরোধ করে ওই ঘর থেকে বাইরে নিয়ে আসেন। ওই এলাকার লোকজন জানায়, শামছুল বিবাহিত। তাঁর দুটি সন্তান রয়েছে। শামছুল কাগাপাশা ইউনিয়ন যুবলীগের জ্যেষ্ঠ সহসভাপতি। তাঁর পরিবার এলাকায় যথেষ্ট প্রভাবশালী। এ কারণে ভয়ে কেউ তাঁর কর্মকাণ্ডের প্রতিবাদ করতে সাহস করে না। ওই শিশুর মা বলেন, ঘটনার পরও শামছুল তাঁদের শাসিয়ে গেছেন, যেন মামলা না করেন। এমনকি শামছুলের পক্ষ নিয়ে এলাকার প্রভাবশালী ব্যক্তিরা তাঁদের ভয়ভীতি দেখাচ্ছেন। তাঁরা মামলার পরিবর্তে সালিসের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি করতে চান। এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী বলেন, ধর্ষণের ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে একটি মামলা করেছেন। এরপর আজ শামছুলকে গ্রেপ্তার করা হয়েছে। মেয়েটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।