ঢাকা, এপ্রিল ২০, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০২:২২:১০

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

সোনারগাঁয়ের আনন্দবাজারে সংখ্যালঘু পরিবারের বসতবাড়ী দখলের চেস্টা : ঘটনাস্থল পরিদর্শনে বাংলাদেশ মাইনরিটি ওয়াচ, জাতীয় হিন্দু ফোরাম।

| ১০ আশ্বিন ১৪২৫ | Tuesday, September 25, 2018

Image may contain: 4 people, people standing

নারায়নগঞ্জ সোনারগাঁয়ের আনন্দবাজার টেঙ্গারচরে এক সংখ্যালঘু পরিবারের বসতবাড়ী বাউন্ডারী দেয়াল টেনে দখলের চেস্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে পূর্ব শত্রুতার জেরে হিন্দুবাড়ীতে দখলদাররা টয়লেটের ট্যাংকী বসিয়ে সংখ্যালঘু পরিবারটির দুর্বলতার সুযোগ নিয়ে তাদের বাড়ীতে টয়লেট নির্মান করেছে বাধা দেওয়ায় অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রানশের হুমকি প্রদান করা হয়েছে পরিবারের দুই সদস্যকে ভুক্তভোগী পরিবারের অন্যতম সদস্য লিটন সাহা বলেন বিবাদীরা দেয়াল উত্তোলন, বসতবাড়ী দখল, বাড়ীতে টয়লেটের ট্যাংকী বসানোসহ নানাবিধ হয়রানি করে আসছে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় মেন্বার কে জানালে প্রথম তাদের কথা শোনলেও পরে এক অদৃশ্য অঙ্গুলী হেননের কারনে তাদের কথা না শুনে একের পর এক বেআইনী কর্মকান্ড পরিচলনা করে চলছে উক্ত ঘটনায় ভুক্তভোগী পরিবারের অন্যতম সদস্য লিটন সাহা বাদী হয়ে গত ২৩ সেপ্টেম্বর সোনারগাঁ থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের ২৪ঘন্টা পেড়িয়ে গেলেও ঘটনাস্থলে যায়নি তদন্ত কর্মকর্তা এস আই মোঃ শাহীন এদিকে উক্ত ঘটনার খবর পেয়ে গত ২৪ সেপ্টেম্বর বিকাল ৫টায় ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ মাইনরিটি ওয়াচ,বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরাম হিন্দু হেরিটেজ ফাউন্ডেশন এর সেক্রেটারী জেনারেল মানিক চন্দ্র সরকার সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়ে প্রতিনিধিদলের নেতৃবৃন্দরা দুঃখ প্রকাশ করে পরিবারটিকে সমবেদনা জানান এবং উক্ত ঘটনায় জড়তদের অভিলম্বে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি জোড় দাবী জানান

লিটন সাহা বাদী হয়ে গত ২৩ সেপ্টেম্বর সোনারগাঁ থানায় অভিযুক্তদের বিরুদ্ধে যে অভিযোগটি দায়ের করেছেন তা হুবুহু তুলে ধরা হল..

 বরাবর,
অফিসার ইনচার্জ
সোনারগাঁ থানা
নারায়ণগঞ্জ।

বিষয় অভিযোগ প্রসঙ্গে।

মহোদয়,
যথাবিহীত  সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী লিটন সাহা (৩৮), পিতা- নিতাই চন্দ্র সাহা, সাং-নগর জোয়ার, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ আপনার থানায় হাজির হইয়া বিবাদী ১। দিল ইসলাম (৪৫), ২। নুরুল ইসলাম (৩৮), ৩। ফজলুল করীম (৩৬), সর্বপিতা মৃত-ময়িজ উদ্দিন, সর্বসাং-টেংগারচর, আনন্দ বাজার, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ সহ অজ্ঞাতনামা - জন এর বিরুদ্ধে এই মর্মে অভিযোগ করিতেছি যে, আমি একজন ব্যবসায়ী। বিবাদীগন আমার পার্শ্ববর্তী বাড়ীর বাসিন্দা। গত অনুমান এক বৎসর পূর্ব হইতে বাড়ীর সীমানা,অবৈধস্থাপনা নির্মান রাস্তা নিয়া অন্যায়ভাবে বিরোধ করাসহ আমাদর জায়গায় জোড়পূর্বক একটি টয়লেট উত্তোলন করিয়া রাখে পরে এলাকার গন্যমান্য ব্যাক্তি স্থানীয় ইউপি মেন্বার কে বিষয়টি জানাইলে তাহাদের কথায় গত ১৭/০৯/২০১৮ইং তারিখ সকাল আনুমানিক ১০.৩০ ঘটিকায় সময় বিবাদীরা টয়লেট ভাঙ্গিয়া নিয়া টয়লেটের ট্যাংকী আমার বাড়ীতে রাখিয়া তাহা হতে পাইপ স্থাপন করিয়া আমাদের অনুপস্থিতিতে অতিরিক্ত জায়গা দখলের চেস্টায় তরিঘড়ি করিয়া একটি ইটের অবৈধ দেওয়াল উত্তোলন করে। পরে আমরা খবর পাইয়া এলাকার গন্যমান্য ব্যাক্তি স্থানীয় ইউপি মেন্বারকে জানাইলে তাহারা ঘটনাস্থলে আসলে বিবাদীরা দেওয়াল উত্তোলন বন্ধ রাখে। পরে ইউপি মেন্বার অন্যান্যরা ঘটনাস্থল হতে চলে গেলে একই তারিখে আমাদের একা পাইয়া উপর নামীয় বিবাদীগন আমাকে আমার মেঝো ভাই রিপন সাহাকে অকথ্য ভাষায় গালিগালাজ করিয়া বলে যে,আমরা যেভাবে বলব সেইভাবেই সব কিছু হবে। বাড়ীর সীমানা, টয়লেটের ট্যাংকী রাস্তা নিয়া বাড়াবাড়ী করলে তোদের টুকরো টুকরো করে মেঘনা নদীতে ভাসিয়ে দিব বলে আমাদেরকে প্রাননাশের হুমকি প্রদান করে। এমতবস্থায় উপরোক্ত বিবাদীদের দ্বারা আমাদের বাড়ীদখল,প্রাননাশসহ নানাবিধ বিপদের আশংঙ্খায় চরমআতংক নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছি। বিবাদীগন অত্যন্ত দুরন্দর দুষ্টপ্রকৃতির হওয়ার আমাদের কখন যে,কি করিয়া ফেলে তাহা বলা যায় না।

অতএব, মহোদয় সমীপে বিনীত প্রার্থনা এই যে, উপরে উল্লেখিত বিষয়ে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করিতে আমাদের  নিরাপত্তা নিশ্চতি করতে মহোদয়ের সুমর্জি হয়।

তারিখ-২৩/০৯/২০১৮ইং

বিনীত নিবেদক
(
লিটন সাহা)
মোবা: ০১৮২৭৫৪৭৭৮৬-০১৯২৩৬১০৫২৯