ঢাকা, মার্চ ২৮, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, স্থানীয় সময়: ১৭:৩৬:৪২

এ পাতার অন্যান্য সংবাদ

কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির পণ্যমূল্য সহনীয় রাখতে সরকারের পাশাপাশি জনগণেরও নজরদারি চাই : সংসদে প্রধানমন্ত্রী রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকবে : প্রধানমন্ত্রী দিনের তাপমাত্রা বাড়তে পারে বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের ও উপনেতা আনিসুল ইসলাম রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বব্যাপী প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসার নিশ্চয়তা না পেয়ে বিএনপি নির্বাচন বর্জন করেছে : প্রধানমন্ত্রী

সীতাকুন্ডের ত্রিপুরা পাড়ায় দুই কিশোরীকে ধর্ষন ও হত্যাসহ সারা দেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে ছাত্র মহাজোটের মানব বন্ধন।

| ১১ জ্যৈষ্ঠ ১৪২৫ | Friday, May 25, 2018

Image may contain: 10 people, including Ripon Dey and Manik Chandra Sharkar, people standing and outdoor

বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের উদ্যোগে সীতাকুন্ডুর ত্রিপুরা পাড়ায় দুইজন কিশোরী কন্যা ধর্ষন ও হত্যা, বি ডি এম ডব্লিও এর প্রেসিডেন্ট অ্যাডঃ রববীন্দ্র ঘোষের বাড়িতে পুনঃররায় হামলা, ভাংচুরেরসহ সারা দেশেহিন্দু নির্যাতনের প্রতিবাদে ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এক মানব বন্ধন কর্মসূচী পালন করে।

আজ ২৫শে মে রাজধানীর ঢাকায় সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন।

হিন্দু ছাত্র মহাজোটের আহ্বায়ক প্রশান্ত হালদার এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ছাত্র মহাজোটের সদস্য সচিব হরেকৃষ্ণ বারুড়ী, সাংগঠণিক সম্পাদক সাজেন কৃষ্ণ বল, প্রচার সম্পাদক জীবন কুমার রায়, শুভ নন্দী, স্বপন মধু, কার্তিক কৃষ্ণ বিশ্বাস, বাবুল হাওলাদার, বাদল কৃষ্ণ রায় প্রমূখ।

Image may contain: 7 people, including Manik Chandra Sharkar, people standing and outdoor

আরো উপস্থিত ছিলেন হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডঃ দিনবন্ধু রায়, সিনিয়র সহ সভাপতি মানিক চন্দ্র সরকার, মহাসচিব অ্যাডঃ গোবিন্দ চন্দ্র প্রামাণিক, সিনিয়র যুগ্ম মহাসচিব উত্তম দাস, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট প্রতীভা বাকচী, হিন্দু সাংস্কৃতিক মহাজোটের সভাপতি সাধন লাল দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ লাকি বাছার, ছাত্র বিষয়ক সুমন সরকার, ঢাকা উত্তরের সভাপতি মিঠুরঞ্জন দেব, যুব মহাজোটের সভাপতি কিশোর বর্মন, সহ সভাপতি কৃষ্ণকান্ত বিশ্বাস, সাধারণ সম্পাদক মিল্টন বসু, প্রধান সমন্বয়কারী সন্তোষ মাহাতো, সাংগঠণিক সম্পাদক সুদেব বিশ্বাস, আর্ন্তজাতিক সম্পাদক ডাঃ সমিত রায়, প্রবীর সরদার, সহ সাংগঠণিক সম্পাদক ও সাতক্ষীরা জেলা সভাপতি মিহির কান্তি সরকার, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুমন হালদার, প্রচার সম্পাদক বলাই বিশ্বাস, ঢাকা উত্তরের সভাপতি নিউটন বিশ্বাস, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক অরুণ দাস অনিক।  সভায় বক্তাগণ বলেন দেশের সর্বত্র মধ্যযুগীয় বর্বরতার অবস্থা বিরাজ করছে।

Image may contain: 14 people, including Ray Partha and Gobinda Chandra Chowdhury, people smiling, outdoor

প্রতিদিনই দেশের কোন না কোন স্থানে হিন্দুদের উপর নির্যাতন নিপিড়ন চলছে। গত কয়েকদিনের মধ্যেই চট্টগ্রামের সীতাকুন্ডু উপজেলার জঙ্গল মহাদেবপুর পাহাড়ের ত্রিপুরা পাড়ার ছবিরাণী ত্রিপুরা ও সুখলতি ত্রিপুরাকে ধর্ষন পূর্বক নৃশংসভাবে হত্যা করা হয়েছে। রাজবাড়ী জেলার বালিয়াকান্দী উপজেলায় ও টাংগাইলের কালিহাতিতে জমি দখল, বালিয়াগান্দীর আদিবাসী পল্লীতে হামলা, চট্টগ্রামে চতুর্থ শ্রেনীর ছাত্রী ধর্ষন, মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া পুজা মন্ডবে হামলা , সিলেট দক্ষিণ সুরমায় গণধর্ষন এর মত ঘটনা ঘটেছে। ভয় ভীতি হুমকী ধামকীতে হিন্দুু সম্প্রদায় দেশত্যাগে বাধ্য হচ্ছে, ফলে দেশ হিন্দু শুন্য হওয়ার পথে। বক্তাগণ আরও বলেন কোন নির্যাতনের বিচার না হওয়ায় নিরাপত্তাহীনতায় ২০০১ সাল হতে বছরে প্রায় ২০ লক্ষাধিক হিন্দু দেশ ছাড়তে বাধ্য হয়েছে। বক্তাগণ চট্টগ্রামের সীতাকুন্ডু উপজেলার আদীবাসী কিশোরী হত্যাকান্ড সহ অবিলম্বে সকল নির্যাতনের সুষ্ঠ বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।