ঢাকা, মার্চ ২৯, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, স্থানীয় সময়: ০৪:৩২:১৫

এ পাতার অন্যান্য সংবাদ

কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির পণ্যমূল্য সহনীয় রাখতে সরকারের পাশাপাশি জনগণেরও নজরদারি চাই : সংসদে প্রধানমন্ত্রী রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকবে : প্রধানমন্ত্রী দিনের তাপমাত্রা বাড়তে পারে বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের ও উপনেতা আনিসুল ইসলাম রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বব্যাপী প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসার নিশ্চয়তা না পেয়ে বিএনপি নির্বাচন বর্জন করেছে : প্রধানমন্ত্রী

সিলেটের সাংস্কৃতিক ব্যক্তিত্ব হেমচন্দ্র ভট্টাচার্য পরলোকে

| ১৬ আষাঢ় ১৪২২ | Tuesday, June 30, 2015

সিলেটের সাংস্কৃতিক ব্যক্তিত্ব হেমচন্দ্র ভট্টাচার্য (৭৫) মারা গেছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে নগরের বেসরকারি একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। হেমচন্দ্র সিলেট সম্মিলিত নাট্য পরিষদের প্রতিষ্ঠাতা প্রধান পরিচালক এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সিলেট শাখার সাবেক সভাপতি। এ ছাড়া তিনি সিলেট শিল্পকলা একাডেমি ও সিলেট শিশু একাডেমিতে দীর্ঘদিন নাটক ও আবৃত্তি প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন। সাংস্কৃতিক কর্মকাণ্ডে হেমচন্দ্রের সম্পৃক্ততা স্কুলজীবন থেকেই। তিনি প্রথম মঞ্চে পা রাখেন ১৯৫৮ সালে, ‘শ্রী মধূসূদন’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে। হেমচন্দ্র মুক্তিযুদ্ধের সময় ‘কলম তুলি কণ্ঠ সংগ্রাম পরিষদ’-এর সক্রিয় সদস্যও ছিলেন। এ ছাড়া যুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের সাহায্যার্থে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তাঁর অংশগ্রহণ ছিল। সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য গতকাল বিকেল ৪টায় হেমচন্দ্রের মরদেহ সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। ওই দিন সন্ধ্যায় নগরের চালিবন্দরস্থ শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য হয়।