ঢাকা, মার্চ ২৮, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, স্থানীয় সময়: ১৯:২৬:১৭

এ পাতার অন্যান্য সংবাদ

কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির পণ্যমূল্য সহনীয় রাখতে সরকারের পাশাপাশি জনগণেরও নজরদারি চাই : সংসদে প্রধানমন্ত্রী রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকবে : প্রধানমন্ত্রী দিনের তাপমাত্রা বাড়তে পারে বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের ও উপনেতা আনিসুল ইসলাম রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বব্যাপী প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসার নিশ্চয়তা না পেয়ে বিএনপি নির্বাচন বর্জন করেছে : প্রধানমন্ত্রী

সার্বজনীনভাবে আনন্দউৎসব পালন করা বাঙালির ঐতিহ্য : সংস্কৃতিমন্ত্রী

| ৪ আশ্বিন ১৪২৪ | Tuesday, September 19, 2017

ঢাকা : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, সার্বজনীনভাবে আনন্দউৎসব পালন করা বাঙালির ঐতিহ্য। হাজার বছর ধরে বাঙালি জাতি এটি লালন করে আসছে। তবে মাঝে মধ্যে অশুভ সাম্প্রদায়িক শক্তি অসুরের মতো মাথাচাড়া দিয়ে উঠছে। সে ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে।
মন্ত্রী আজ রাজধানীর স্বামীবাগস্থ লোকনাথ মন্দিরে দুর্গাপূজার শুভ মহালয়া উৎসব-১৪২৪ উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
মঙ্গল প্রদীপ জ্বালিয়ে তিনি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু।
নূর বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু একটি অসাম্প্রদায়িক সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য অর্জনে সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির পরিচালনা পরিষদের সভাপতি সংসদ সদস্য পংকজ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক বিষ্ণুপদ ভৌমিক, সহসভাপতি দেবাশীষ বিশ্বাস, যুগ্মসাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনোজ রায় এবং সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রজত সুর রাজু।
অনুষ্ঠানে চন্ডীপাঠ করেন নাসির উদ্দিন ইউসুফের স্ত্রী সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিমুল ইউসুফ।