ঢাকা, মার্চ ২৯, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, স্থানীয় সময়: ১২:১৬:১৩

এ পাতার অন্যান্য সংবাদ

কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির পণ্যমূল্য সহনীয় রাখতে সরকারের পাশাপাশি জনগণেরও নজরদারি চাই : সংসদে প্রধানমন্ত্রী রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকবে : প্রধানমন্ত্রী দিনের তাপমাত্রা বাড়তে পারে বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের ও উপনেতা আনিসুল ইসলাম রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বব্যাপী প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসার নিশ্চয়তা না পেয়ে বিএনপি নির্বাচন বর্জন করেছে : প্রধানমন্ত্রী

সার্কভুক্ত চার দেশের যান চলাচল সম্মেলন শুরু

| ২৪ ভাদ্র ১৪২২ | Tuesday, September 8, 2015

shark

নিউজডেস্ক :: বাংলাদেশ-ভারত-ভুটান-নেপালের (বিবিআইএন) মধ্যে যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচলের জন্য বিবিআইএন’র ওয়ার্কিং গ্রুপের দুই দিনের সম্মেলন শুরু হয়েছে।

রাজধানীর সোনারগাঁও হোটেলে সকাল ১০টায় চার দেশের যুগ্ম সচিব পর্যায়ের এই সম্মেলন শুরু হয়েছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের প্রতিধিনিরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন। এতে বাংলাদেশের ১৫ জন, ভারতের ১১ জন এবং ভুটান ও নেপালের ৬ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন বলে জানা গেছে।

বিবিআইএন’র মোটর ভেহিক্যাল অ্যাগ্রিমেন্ট (এমভিএ) চুক্তির আলোকে চার দেশের মধ্যে যানবাহন চলাচলের রুটগুলোর অবকাঠামো উন্নয়ন ও প্রটোকলের বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে সড়ক ও সেতু মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

জানা গেছে, প্রথম দফায় ৩০-৩১ জানুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত বৈঠকে বিবিআইএন রোড কানেক্টিভিটি চুক্তির বিষয়ে একমত হয় বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল। সার্কভুক্ত এই চার দেশের সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপনের জন্য বাংলাদেশ থেকে ৪টি রুটে যান চলাচল করতে পারবে।

পরে গত ১৫ জুন ভুটানের রাজধানীর থিম্পুতে বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের মধ্যে যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচলের জন্য ‘বিবিআইএন মোটর ভেহিক্যাল অ্যাগ্রিমেন্ট (এমভিএ)’ চুক্তিটি স্বাক্ষরিত হয়।

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক জানিয়েছেন, সম্মেলনে ফ্রেইমওয়ার্ক এগ্রিমেন্ট ও প্রটোকল বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।