ঢাকা, মার্চ ২৯, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, স্থানীয় সময়: ০৩:০০:৪৩

সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন সহ ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা ॥ দু’জন গ্রেফতার

| ১২ ভাদ্র ১৪২১ | Wednesday, August 27, 2014

270814-20.jpg

দেলোয়ার হোসেন ওরফে মোরছালিন (১৫) নামের স্কুলছাত্রের লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা হয়েছেএতে বিএনপি দলীয় সাবেক সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন, তার তিন ছেলেসহ ১৩ জনকে আসামী করা হয়েছে

পুলিশ এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে

গত সোমবার রাত ৮টায় লাশ উদ্ধারের পর রাত দুইটায় মোরছালিনের বাবা আওয়ামী ওলামা লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমির হোসাইন ভান্ডারী বাদি হয়ে মামলাটি দায়ের করেনমোরছালিন শহরের মাসদাইরে অবস্থিত এরিবস ইন্টারন্যাশনাল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র

মামলায় গিয়াসউদ্দিন ছাড়া অন্য অভিযুক্তরা হলো- গিয়াসউদ্দিনের তিন ছেলে ফয়সাল, সাদরিল, সানবির, গিয়াসউদ্দিনের সহযোগী আকরাম হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম রবির ছেলে পিতুল, মিঠু, স্বপন, পাভেল, শাকিল, ওমর, স্বাধীন ও ইমরানএদিকে, পুলিশ এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে নিহত মোরছালিনের বন্ধু শাকিল ও ওমরকে গ্রেফতার করে

মামলায় বাদি উল্লে¬খ করেন, দেলোয়ার হোসেন ওরফে মোরছালিন ২৪ আগস্ট দুপুর ১২ টায় বাসা থেকে বের হয়ে যায়পরদিন ২৫ আগস্ট গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল এন্ড কলেজের পুকুরে লাশ পাওয়া যায়লাশের ডান চোখে রক্তাক্ত জখম ও নাক দিয়ে রক্ত বের হচ্ছিলতাছাড়া গিয়াসউদ্দিনের সাথে বাদির পরিবারের সম্পত্তি ও রাজনৈতিক বিরোধের ফলে বিভিন্নভাবে ক্ষতি সাধনের চেষ্টা করে ব্যর্থ হয়ে বাদিকে মানসিকভাবে দুর্বল করার জন্য অন্যান্য আসামীদের দ্বারা বাদির ছেলেকে হত্যা করে পুকুরে ফেলে রাখে

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন জানান, গ্রেফতারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছেমামলা বাকি আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে

মামলার তদন্তকারী কর্মকর্তা আজহারুল ইসলাম জানায়, তদন্ত চলছেআমরা চেষ্টা করছি দ্রুত পুরো ঘটনাটি উন্মোচন করতে