ঢাকা, মার্চ ২৯, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, স্থানীয় সময়: ১৪:১০:২৪

এ পাতার অন্যান্য সংবাদ

কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির পণ্যমূল্য সহনীয় রাখতে সরকারের পাশাপাশি জনগণেরও নজরদারি চাই : সংসদে প্রধানমন্ত্রী রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকবে : প্রধানমন্ত্রী দিনের তাপমাত্রা বাড়তে পারে বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের ও উপনেতা আনিসুল ইসলাম রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বব্যাপী প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসার নিশ্চয়তা না পেয়ে বিএনপি নির্বাচন বর্জন করেছে : প্রধানমন্ত্রী

সাকিব আল হাসানের শাস্তি কমলো

| ১২ ভাদ্র ১৪২১ | Wednesday, August 27, 2014

sakib-al-hasan2.png

শাস্তি কমলো বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের ছয় মাসের নিষেধাজ্ঞা কমিয়ে তিন মাস করা হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে তিনি ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন। খেলতে পারবেন অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে। অংশ নিতে পারবেন আসন্ন প্রিমিয়ার লিগের দলবদলেও। মঙ্গলবার বিসিবির জরুরি এক বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘শাস্তি কমানোর জন্য সাকিব আমাদের কাছে চিঠি দিয়েছে। চিঠিতে সে যা লিখেছে তাতে আমরা সন্তুষ্ট। আমাদের মনে হচ্ছে, তার মধ্যে যথেষ্ট পরিবর্তন এসেছে। সে বেশ অনুতপ্তও। আমাদের ধারণা, সে যে ভুল করেছে সেটা সে বুঝতে পেরেছে। আমাদের সে বারবার আশ্বস্ত করেছে, ভবিষ্যতে এ ধরনের ভুল সে করবে না। বর্তমানে তার আচরণে আমরা বেশ সন্তুষ্ট। সবকিছু বিবেচনা করে আমরা সাকিবের শাস্তি কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি আরো বলেন, ‘আগে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের নিষেধাজ্ঞা ছিল ডিসেম্বর পর্যন্ত। কিন্তু তার আবেদনের পরিপ্রেক্ষিতে সবকিছু বিবেচনা করে তার নিষেধাজ্ঞা কমিয়ে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত নিয়ে এসেছি। অর্থাৎ, ১৫ সেপ্টেম্বরের পর থেকে সাকিব ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য উন্মুক্ত থাকবে। তবে বিদেশি লিগগুলোতে খেলার ব্যাপারে যে নিষেধাজ্ঞা ছিল সেটা এখনো বহাল রয়েছে। তবে মাঠের পারফরম্যান্স ও আচরণ বিবেচনা করে ভবিষ্যতে সেটাও বিবেচনা করা হবে।’ গত ৭ জুলাই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছয় মাসের জন্য ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাকিব আল হাসানকে নিষিদ্ধ করা হয়। পাশাপাশি বিদেশি লিগগুলোতে খেলার ব্যাপারে দেড় বছরের জন্য অনাপত্তিপত্র না দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়। ২০ জুলাই সাকিব তার শাস্তি মওকুফের জন্য বিসিবির কাছে আপিল করেন। সেই আপিলের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার জরুরি বোর্ড সভায় তার শাস্তি কমিয়ে দেওয়া হয়।