ঢাকা, এপ্রিল ১৯, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৭:৩৯:১০

সরকার দেশে শান্তি বজায় রাখতে ব্যর্থ

| ৮ পৌষ ১৪২১ | Monday, December 22, 2014

Bablu সরকার দেশে শান্তি বজায় রাখতে ব্যর্থ

নারায়ণগঞ্জ: জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন বাবলু বলেছেন, ‘আমরা নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তনে বিশ্বাসী। সেই বিশ্বাসেই ৫ জানুয়ারি নির্বাচনে গিয়েছিলাম। কিন্তু বর্তমান সরকার দেশে শান্তি বজায় রাখতে ব্যর্থ হয়েছে। ’

রোববার বিকেল সাড়ে ৫টায় নারায়ণগঞ্জের চাষাঢ়ায় রাইফেল ক্লাবের দ্বিতীয় তলায় জাতীয় পার্টির ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা ও মহানগর জাতীয় পার্টির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপির সমালোচনা করে জিয়াউদ্দিন বাবলু বলেন, ‘বিএনপি গণতান্ত্রিক দল নয়। ষড়যন্ত্রের মধ্য দিয়ে তাদের উত্থান হয়েছে। আবারও তারা ষড়যন্ত্রের লিপ্ত হয়েছে। আমরা সেই ষড়যন্ত্র রুখে দেব।’

তিনি বলেন, ‘আগামী ১ জানুয়ারি দলের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মহাসমাবেশের মধ্য দিয়ে আমাদের শক্তির পরীক্ষা দিতে চাই।’

জিয়াউদ্দিন বলেন, ‘আমরা হামলা, লুটপাট, ভাঙচুর, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা মধ্য দিয়ে সরকার পরিবর্তনে বিশ্বাসী নই।’

তিনি বলেন, ‘আমরা চাই মহাসমাবেশে ঢাকার বাইরের জেলাগুলোর মধ্যে সব থেকে বড় মিছিলটি যাবে নারায়ণগঞ্জ থেকে সেলিম ওসমানের নেতৃত্বে। আপনারা সেলিম ওসমানের নেতৃত্ব নারায়ণগঞ্জে প্রতিষ্ঠা করেছেন। ঢাকাতেও তার নেতৃত্বকে প্রতিষ্ঠিত করবেন বলে আশা করি। মহাসমাবেশে দলীয় চেয়ারম্যানের সামনের সারিতে নারায়ণগঞ্জের লোকজন থাকবে বলেও আশা করি।’

জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবুল জাহেরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।

এতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- দলের সভাপতি মণ্ডলীর সদস্য এম এ হান্নান এমপি, দয়াল চিশতী, সাইদুর রহমান, যুগ্ম-মহাসচিব বাহাউদ্দিন বাবলু, নুরুল ইসলাম নুরু, যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সরদার শাহাজাহান, মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক সানাউল্লাহ সানু, জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক আফজাল হোসেন, মহানগর শ্রমিক পার্টির সভাপতি আবুল খায়ের ভূঁইয়া, জেলা যুব সংহতির আহ্বায়ক রাজা হোসেন রাজু, জেলা শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, মহিলা পার্টি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদিকা অন্যন্যা ইসলাম মৌসুমী প্রমুখ।