ঢাকা, এপ্রিল ১৭, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০০:৩২:২৬

এ পাতার অন্যান্য সংবাদ

বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বব্যাপী প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসার নিশ্চয়তা না পেয়ে বিএনপি নির্বাচন বর্জন করেছে : প্রধানমন্ত্রী মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ে মানুষের সাংস্কৃতিক সম্পৃক্ততার আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সংসদে কার্যকরী ভূমিকা রাখতে স্বতন্ত্র সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী প্রকল্প বাস্তবায়নে অসাধারণ সাফল্য দেখিয়েছে পিপিপি বিদেশি পর্যবেক্ষকদের আগমন স্বচ্ছ নির্বাচনে সহায়ক : তথ্যমন্ত্রী

সমাজ থেকে জঙ্গিবাদ নির্মুলে সকলকে এগিয়ে আসতে হবে : চীফ হুইপ

| ৩১ আষাঢ় ১৪২৩ | Friday, July 15, 2016

ঢাকা : জাতীয় সংসদের চীফ হুইপ আ স ম ফিরোজ এমপি বলেছেন সমাজ থেকে জঙ্গিবাদ নির্মুল করতে সকলকে এগিয়ে আসতে হবে।
তিনি গতকাল বৃহস্পহিতবার পটুয়াখালী জেলার বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতাদের নিয়ে ‘জঙ্গিবিরোধী গণপ্রতিরোধ কমিটি গঠন ও আইন শৃঙ্ঘলা রক্ষা, জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতা নিরোধ সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দিচ্ছিলেন।
সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে জঙ্গিবাদের কোন স্থান নেই- এ কথা উল্লেখ করে চীফ হুইপ বলেন, বর্তমান সরকার জঙ্গি নির্মূলে ব্যাপক অভিযান শুরু করেছে। প্রতিটি স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষার্থীদের উপস্থিতি শতভাগ নিশ্চিত করতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনায় তাদেরকে উদ্বুদ্ধ করে দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে। একই সাথে তিনি সুশীল সমাজ, এনজিও কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও মসজিদের ইমামগণকে জঙ্গিবাদ নির্মুলে স্ব স্ব অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, এনজিও কর্মী, সরকারি কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
পরে চীফ হুইপের নেতৃত্বে একটি জঙ্গিবিরোধী মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়।