ঢাকা, এপ্রিল ২৪, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৭:০৮:২২

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

সমাজকল্যাণমন্ত্রী মহসিন আলীর মৃত্যুতে , প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর শোক

| ৩১ ভাদ্র ১৪২২ | Tuesday, September 15, 2015

সমাজকল্যাণমন্ত্রী মহসিন আলীর ইন্তেকাল, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর শোক

সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স ছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, ৩ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী ও সংসদে বিরোধী দলীয় নেতা রওশ এরশাদ শোক জানিয়েছেন। সমাজকল্যাণমন্ত্রীর মৃত্যুতে আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে শোক প্রস্তাব উত্থাপন করা হয়।
গত ৩ সেপ্টেম্বর নিউমোনিয়া, ডায়াবেটিস ও হৃদরোগের সমস্যা নিয়ে রাজধানীর বারডেমে হাসপাতালে ভর্তি হন সৈয়দ মহসিন আলী।

৫ সেপ্টেম্বর অবস্থার অবনতি হলে তাকে বারডেম হাসপাতালের আইসিইউতে রাখা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় ওইদিনই তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়। সিঙ্গাপুরে নেয়ার পর থেকে আইসিইউতে লাইফ সাপোর্টে তার চিকিৎসা চলছিল। গত ১০ সেপ্টেম্বর তার অবস্থার দৃশ্যমান উন্নতি হওয়া চিকিৎসকরা লাইফ সাপোর্ট খুলে দেন। এ অবস্থায় আজ সকালে তিনি ইন্তেকাল করেন। এসময় তার সহধর্মিণী সৈয়দা সায়রা মহসিনসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সৈয়দ মহসীন আলী মৌলভীবাজার শহরের দর্জিরমহল এলাকায় ১৯৪৮ সালের ১২ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। একাত্তরে ২৩ বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশ নেন তিনি।

সৈয়দ মহসিন আলী আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য, মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য, সিলেট জেলা ও বিভাগীয় মুক্তিযোদ্ধা কমান্ডার, ১৯৯৮-২০০৫ পর্যন্ত মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি,  সেক্টরস কমান্ডার ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

তিনি মৌলভীবাজার পৌরসভার ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান এবং ১৯৯২ সালে দেশের সেরা পৌরসভা চেয়ারম্যান নির্বাচিত হন।