ঢাকা, এপ্রিল ২০, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৩:৪৯:৪৩

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

সংস্কৃতি কর্মীরা অসাম্প্রদায়িক সমাজ গঠনে কাজ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

| ৩০ আষাঢ় ১৪২২ | Tuesday, July 14, 2015

ছবি লোড হচ্ছে
ঢাকা: জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘সংস্কৃতি কর্মীরা অসাম্প্রদায়িক সমাজ গঠনে কাজ করে। এরা জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সব সময় অবস্থান নেয়।’

মঙ্গলবার দুপুরে ডেইলি স্টার ভবনে সনিয়া সুলতানা লিজার ‘পাগলী সুরাইয়া’ অ্যালবামের মোড়ক উন্মোচনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সংস্কৃতি কর্মীরা এদেশের অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক সমাজ গঠনে কাজ করে। তারা মানবতার জন্য কাজ করে। এই সংস্কৃতি কর্মীরা জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অবস্থান নেয়। আর যারা জঙ্গি সমর্থক, আগুন সন্ত্রাসী নেতা- নেত্রীর পক্ষ নেয় তাদের মানষিকতা অত্যন্ত নিন্মমানের। পাকিস্তান আর বাংলাদেশ যেমন এক সঙ্গে যায় না তেমনি জঙ্গিবাদের সঙ্গে গণতন্ত্র যায় না।’

রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশে ইনু বলেন, ‘রাজনৈতিক কর্মীদের সংস্কৃতি কর্মীদের সঙ্গে থাকা উচিৎ। আর যে রাজনৈতি কর্মীরা সংস্কৃতির সঙ্গে থাকে না তারা দেশের শত্রু, মানবতার শত্রু। রাজনৈতিক কর্মীদেরও গান শোনা উচিৎ। সংস্কৃতিকে সঙ্গে নিয়ে চলা উচিৎ।’

লিজার অ্যালবাম সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘লিজা ভালো গান গায়। ভালো নাচে। ভালো ব্যাডমিন্টন খেলে। তাই তাকে মানুষের গান গাইতে হবে। এখন লিজাই ঠিক করবেন আপনি কোন পথে হাঁটবেন। সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ বা সন্ত্রাসের পথে হাঁটবেন কি না। তবে আমি আশা করি তিনি মানবতার সঙ্গে থাকবেন।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপিত গোলাম কুদ্দুস, প্রধানমন্ত্রীর উপ- প্রেসসচিব আশরাফুল আলম খোকন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মাহবুব পারভেজ, শিল্পী কনা প্রমুখ।