ঢাকা, এপ্রিল ২৪, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৩:১৯:৪৩

এ পাতার অন্যান্য সংবাদ

বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বব্যাপী প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসার নিশ্চয়তা না পেয়ে বিএনপি নির্বাচন বর্জন করেছে : প্রধানমন্ত্রী মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ে মানুষের সাংস্কৃতিক সম্পৃক্ততার আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সংসদে কার্যকরী ভূমিকা রাখতে স্বতন্ত্র সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী প্রকল্প বাস্তবায়নে অসাধারণ সাফল্য দেখিয়েছে পিপিপি বিদেশি পর্যবেক্ষকদের আগমন স্বচ্ছ নির্বাচনে সহায়ক : তথ্যমন্ত্রী

সংলাপ নিয়ে সংশয়ে ফখরুল-মান্না, আশাবাদী রব

| ১৫ কার্তিক ১৪২৫ | Tuesday, October 30, 2018

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ ফলপ্রসূ হবে কিনা সে বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মতো ঐক্যফ্রন্টের অন্যতম নেতা মাহমুদুর রহমান মান্নাও সংশয় প্রকাশ করেছেন।

এর আগে মঙ্গলবার দুপুরে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়ার সাজা বৃদ্ধির ফলে সরকারের সঙ্গে সংলাপ ফলপ্রসূ হবে কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সন্ধ্যায় ঐক্যফ্রন্টের বৈঠকের পর একই রকম সংশয় প্রকাশ করলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মান্না।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার দু’দিনে দুটি মামলার রায়ে সাজা হওয়া দুঃখজনক। এর ফলে সংলাপ ফলপ্রসূ হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব। আমরা গণতন্ত্রের মুক্তি, নির্দলীয় সরকার, বেগম খালেদা জিয়ার মুক্তি সহ ঐক্যবদ্ধ আন্দোলন করছি৷ কাজেই বেগম খালেদা জিয়ার সাজা হওয়ায় সংলাপ ফলপ্রসূ হওয়া নিয়ে যেখানে বিএনপি মহাসচিব সংশয় প্রকাশ করেছেন, সেখানে আমি কিভাবে আশা ব্যক্ত করতে পারি? রায়ের প্রেক্ষিতে জনগণ সংলাপ নিয়ে সংশয় প্রকাশ করেছে।

মান্না বলেন, প্রধানমন্ত্রী সংলাপের আমন্ত্রণপত্রে সংবিধান সম্মত বিষয়ে সংলাপের কথা বলেছেন। এটি স্পষ্ট নয়। খোলা মন নিয়ে সংলাপে বসলে সংলাপ ফলপ্রসূ হওয়া নিয়ে আশাবাদী হতে পারি। কিন্তু তাদের মন যে খোলা আছে তা বুঝতে পারছি না।