ঢাকা, এপ্রিল ২৪, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৬:০৬:০৬

এ পাতার অন্যান্য সংবাদ

বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বব্যাপী প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসার নিশ্চয়তা না পেয়ে বিএনপি নির্বাচন বর্জন করেছে : প্রধানমন্ত্রী মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ে মানুষের সাংস্কৃতিক সম্পৃক্ততার আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সংসদে কার্যকরী ভূমিকা রাখতে স্বতন্ত্র সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী প্রকল্প বাস্তবায়নে অসাধারণ সাফল্য দেখিয়েছে পিপিপি বিদেশি পর্যবেক্ষকদের আগমন স্বচ্ছ নির্বাচনে সহায়ক : তথ্যমন্ত্রী

সংবিধানে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ছিলেন জাতির জনক

| ২৮ মাঘ ১৪২২ | Wednesday, February 10, 2016

সংবিধানে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ছিলেন জাতির জনক

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীন রাষ্ট্র অর্জনে আমাদের দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিতে হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু এ সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। স্বাধীন দেশে তিনি শিক্ষানীতি প্রণয়নের উদ্যোগ নেন। স্বাধীন দেশের সংবিধানে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেন তিনি।

বুধবার ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। মেধাবী শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু ফেলোশিপ ও এনএসটি ফেলোশিপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণায় গবেষকদের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

দেশের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে বিশেষায়িত জ্ঞানের বিকল্প নেই বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষায়িত জ্ঞানের যথার্থ ব্যবহার এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় জাতির পিতার স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, সুখী-সমৃদ্ধ ‘সোনার বাংলা’ গড়ে তোলার আহ্বান জানান।

উপস্থিত প্রযুক্তি গবেষকদের উদ্দেশে হাসিনা বলেন, ‘এখানে যারা আছেন, তারা আমাদের চেয়ে অনেক বেশি জ্ঞানী। কারণ তারা এখন প্রযুক্তি হাতের কাছে পাচ্ছে। তাদেরকে দেখলে মনে হয় মায়ের পেট থেকে শিখে আসছে। তাদেরকে খুব একটা শিখতে হয় না।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমার দুই থেকে আড়াই বছরের নাতনি যখন আইপ্যাড চালায়, তখন বুঝি তরুণ প্রজন্ম অনেক দূর এগিয়ে গেছে।’

নিজেকে আগের চেয়ে সচেতন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি এখন অনেক সচেতন। আর এ জন্য ভবিষ্যতে কেউ ক্ষমতায় গেলে যেন উন্নয়ন কাজে হাত দিতে না পারে সেজন্য ট্রাস্ট গঠন করে কাজ করে যাচ্ছি।’

তিনি বলেন, ‘কাজের প্রতি নিবেদিতপ্রাণ হলে যেকোনো কাজে সফলতা আসবে। তাই কাজে নিবেদিত হতে হবে। মনে রাখতে হবে, আমরা মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি। কেউ আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। আমরা এগিয়ে যাব।’

বিষয়ভিত্তিক ট্রেনিং সেন্টার গড়ে তোলা হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমাদের লক্ষ্য উন্নয়নশীল দেশ গড়া। এ জন্য দরকার গবেষণা। কারণ গবেষণা ছাড়া কোনো ক্ষেত্রে উন্নয়ন সম্ভব নয়।’

শেখ হাসিনা বলেন,  ‘৯৬ সালে গবেষণার জন্য ১২ কোটি টাকা দিয়েছি। এটা এখন কম মনে হলেও তখন কিন্তু এটি অনেক বেশি ছিল। আমাদের দেশে কৃষি জমির পরিমাণ কমেছে। কিন্তু খাদ্য উৎপাদন বেড়েছে। এটা এমনিতে বাড়েনি। গবেষণার ফলে বেড়েছে।