ঢাকা, মার্চ ২৯, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, স্থানীয় সময়: ১৯:০০:০০

এ পাতার অন্যান্য সংবাদ

ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হিসেবে ফের নিয়োগ পেলেন বিপ্লব বড়ুয়া সংসদ অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আপিলে দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন নির্বাচনে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি সেনাবাহিনী চায় ইসি : পিএসও আদালত আবমাননায় বিচারক সোহেল রানার সাজার বিরুদ্ধে আপিলের রায় ২৩ জানুয়ারি রাজধানীর ২১টি স্থানে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগের ঘটনায় ৪ জন গ্রেফতার : ডিএমপি নির্বাচনে সেনা মোতায়েন হবে কিনা, জানালেন ইসি ‘মাছ-মাংসের আশা করি না, শেষ ভরসা সবজিতেও আগুন’ দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে শঙ্কা

সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার চার সাংবাদিক

| ৯ ভাদ্র ১৪২২ | Monday, August 24, 2015

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৪ স্থানীয় সাংবাদিক সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। গত শনিবার সন্ধ্যায় তারা এ হামলার শিকার হন।
জানা গেছে, উপজেলার রামশীল ইউনিয়নের পূর্ব রামশীল গ্রামে একটি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে খ্রিষ্টান ও হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বিরোধের সংবাদ সংগ্রহ করতে গেলে এলাকার চিহ্নিত সন্ত্রাসী তমাল বাড়ৈ, অরুণ মল্লিক, অ্যাপোলো তালুকদার, মনু মল্লিক, পুলিন জয়ধর তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালায়। হামলায় কোটালীপাড়া প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বুলু, দৈনিক যুগান্তরের কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি এইচ এম মেহেদী হাসানাত, দৈনিক সমকাল প্রতিনিধি রতন সেন কংকন, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি গৌরাঙ্গ লাল দাস আহত হয়। এ সময় ওই সন্ত্রাসী বাহিনী সাংবাদিকদের কাছে থাকা ক্যামেরা কেড়ে নিয়ে ভাঙচুর করে।
এ ঘটনায় দৈনিক যুগান্তরের কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি এইচ এম মেহেদী হাসানাত বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
কোটালীপাড়া থানার ওসি আব্দুল লতিফ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।