ঢাকা, এপ্রিল ২৫, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৯:২৮:১০

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

সংখ্যালঘু নির্যাতন থিমে সাজানো এক পূজা মণ্ডপ

| ৬ কার্তিক ১৪২২ | Wednesday, October 21, 2015

bbcসাম্প্রতিক সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যে হামলা হয়েছে সেটার প্রতিবাদেই এই প্রতিমা গড়ে তোলা হয়েছে।এই পূজায় প্রতিমাদের শরীরে বিভিন্ন প্রতিবেদন সমৃদ্ধ সংবাদপত্রের অংশ বিশেষ দিয়ে পোশাক তৈরি করা হয়েছে।

সংবাদপত্রের অংশ দিয়ে ব্যাকগ্রাউন্ড। খবরগুলো মূলত হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর বিভিন্ন সময়ে হামলার খবর।

এছাড়া প্রতিমার হাতে মানুষের কাটা মাথা, একটি প্রতিমার হাত খুঁটিতে বাধা।

পাঁচ বাড়ি পূজা মণ্ডপ কমিটির সেক্রেটারি জয়জিত চৌধুরি বলছিলেন সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যে হামলা হয়েছে সেটার প্রতিবাদেই এই প্রতিমা গড়ে তোলা হয়েছে।

তবে এই মুল বেদির পাশে আলাদাভাবে আরেকটা বেদিতে রয়েছে মুল প্রতিমা।

সেখানেই চলছে পূজা অর্চনা। বাংলাদেশ পূজা উতযাপন পরিষদ বলছে এ বছরেই দেশের বিভিন্ন স্থানে ১৫টি পূজা ভাংচুরের ঘটনা ঘটেছে।

বাংলাদেশের চট্টগ্রামের পাথরঘাটা এলাকায় পাঁচ বাড়ি পূজা মণ্ডপের এবারের ব্যতিক্রমী এই পূজোর ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে আসলে সেটা নিয়ে মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।