ঢাকা, মার্চ ২৮, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, স্থানীয় সময়: ১৯:০৩:৩৩

এ পাতার অন্যান্য সংবাদ

কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির পণ্যমূল্য সহনীয় রাখতে সরকারের পাশাপাশি জনগণেরও নজরদারি চাই : সংসদে প্রধানমন্ত্রী রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকবে : প্রধানমন্ত্রী দিনের তাপমাত্রা বাড়তে পারে বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের ও উপনেতা আনিসুল ইসলাম রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বব্যাপী প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসার নিশ্চয়তা না পেয়ে বিএনপি নির্বাচন বর্জন করেছে : প্রধানমন্ত্রী

ষোড়শ সংশোধনীর রায় নিয়ে বিতর্ক প্রশমনের আহবান সেক্টর কমান্ডারস ফোরামের

| ১২ ভাদ্র ১৪২৪ | Sunday, August 27, 2017

ঢাকা : সংবিধানের ষোড়শ সংশোধনীর বাতিল রায় নিয়ে সৃষ্ট বিতর্ক প্রশমনের আহবান জানিয়েছে সেক্টর কমান্ডারস্ ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ফোরামের চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জেনারেল কে. এম. সফিউল্লাহ বীর উত্তম (অব.) এর সভাপতিত্বে অনুষ্ঠিত আজ এক সভায় এ আহবান জানানো হয়।
সেক্টর কমান্ডারস্ ফোরামের নেতৃবৃন্দ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ এক ও অভিন্ন সত্তা, তাঁরই রাজনৈতিক ও আদর্শিক নেতৃত্বে পাকিস্তানের শৃংখল থেকে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তারা বলেন, যুদ্ধাপরাধী বিচারের প্রতিপক্ষ মহল এই রায়কে রাজনৈতিক হাতিয়ার বানাবার ফলে চলমান বিতর্ক আরও বেড়েছে। নেতৃবৃন্দ সকল মহলকে গঠনমূলক ভূমিকা পালনের আহবান জানান।
সভায় বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও ফোরামের ভাইস চেয়ারম্যান লে. কর্ণেল আবু ওসমান চৌধুরী (অব.), সহ-সভাপতি আনোয়ারুল আলম শহীদ ও ম. হামিদ, মহাসচিব হারুন হাবীব, যুগ্ম মহাসচিব আবুল কালাম আজাদ পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার (অব.), আইন সম্পাদক হাবিবুর রহমান শওকত, সমাজ কল্যাণ সম্পাদক নুরুল আনোয়ার, কেন্দ্রীয় নারী কমিটির সভাপতি লায়লা হাসান ও নারী বিষয়ক সম্পাদক বুলবুল মহলানবীশ।