ঢাকা, মার্চ ২৮, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, স্থানীয় সময়: ২২:২৮:২৯

এ পাতার অন্যান্য সংবাদ

কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির পণ্যমূল্য সহনীয় রাখতে সরকারের পাশাপাশি জনগণেরও নজরদারি চাই : সংসদে প্রধানমন্ত্রী রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকবে : প্রধানমন্ত্রী দিনের তাপমাত্রা বাড়তে পারে বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের ও উপনেতা আনিসুল ইসলাম রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বব্যাপী প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসার নিশ্চয়তা না পেয়ে বিএনপি নির্বাচন বর্জন করেছে : প্রধানমন্ত্রী

শোকের মাসে এমপির ফুর্তি সমাহার

| ২১ শ্রাবণ ১৪২২ | Wednesday, August 5, 2015

 

 

 

 

 

পনেরোই আগস্ট শোকের দিন- বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে, মুক্তিযুদ্ধে যাদের আস্থা নেই তাদের ছাড়া সবার কাছেই শোক দিবস। ১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং তাঁর পরিবারের সদস্যদের হত্যা করা হয়। এখন দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়; আর দিনটিকে ঘিরে সারা দেশে আগস্ট মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

সেই শোকের মাসে সংশ্লিষ্ট সবার, বিশেষ করে ক্ষমতাসীন দল ও এর সহযোগী সংগঠনগুলোর সদস্যদের এবং সেই দলের নেতৃত্বে গঠিত সরকারের লোকদের আচরণ সংযত হবে, সুরুচিসম্পন্ন হবে- এ আশা যে কেউ করতে পারে। কিন্তু ভাবগতিকে তা মনে হচ্ছে না। সরকারি দলেরই শীর্ষস্থানীয় এক নেতা উল্টো আচরণ করছেন। ওই ব্যক্তি সর্বোচ্চ পর্যায়ের নির্বাচিত জনপ্রতিনিধিও বটে।

চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বিশ্বাসের উদ্যোগে জেলা সদরের মহারাজপুরে যাত্রাপালা এবং ভ্যারাইটি শো চলছে। এসবের নামে কার্যত রগড় নৃত্য, জুয়া আর র‌্যাফেল ড্রর আসর বসেছে। গত ঈদুল ফিতরের দিন থেকে অব্যাহতভাবে চলছে এসব। রুচির বিকার ঘটানোর এই মহা আয়োজনের পৃষ্ঠপোষক কিনা সরকার গঠনকারী দলেরই এক নেতা! আর তাঁর সে আয়োজন শোকের মাসেও অব্যাহত রয়েছে!

জেলা প্রশাসকের কাছ থেকে এ মেলা ২০ দিন চালানোর জন্য অুনমোদন নেওয়া হয়েছে। এরই মধ্যে শুরু হয়েছে শোকের মাস আগস্ট। কিন্তু মেলা বন্ধ হয়নি। সকাল ১০টার দিকে ভ্যারাইটি শোর নামে শুরু হয় রগড় নৃত্য আর বসে জুয়ার আসর। ভোর পর্যন্ত টানা চলে সেসব। প্রতিদিন এভাবেই চলছে।

এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মী ও মানুষ খুবই ক্ষুব্ধ। কিন্তু সেসবে গা করছেন না এমপি ও তাঁর সহ-আয়োজকরা। মেলার নামে বেহায়াপনার আসর বন্ধ হয়নি।

এ প্রসঙ্গে কথা বলার জন্য মুঠোফোনে এমপি আব্দুল ওদুদ বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে বেশ কয়েকবার; তবে তাঁকে পাওয়া যায়নি। তাঁর ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করেছে, তিনি এখন সহজে কারো ফোন কলে সাড়া দেন না। তাঁর ‘পরিচিত’ নম্বরগুলো বন্ধ থাকে; একটি ‘গোপন’ নম্বর আছে। তবে খুব ঘনিষ্ঠ না হলে কাউকে তিনি ওই নম্বর দেন না। ফলে তাঁর সঙ্গে সাধারণের সংযোগ বলতে গেলে হয় না।

গত ঈদের দিন থেকে জেলা সদরের মহারাজপুরে প্রায় তিন একর আয়তনের আমবাগান ও সংলগ্ন একটি ফাঁকা মাঠে শুরু হয়েছে ‘ঐতিহ্যবাহী মহারাজপুর মেলা-২০১৫’। স্থানীয় লোকজন জানায়, কার্যত যাত্রাপালা ও ভ্যারাইটি শোর নামে চলছে অশ্লীল নৃত্য ও জুয়া এবং র‌্যাফেল ড্রর আসর।

লোকজন জানায়, এমপি আবদুল ওদুদ বিশ্বাস প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। তাঁরই ছত্রচ্ছায়ায় শোকের মাসেও মেলা চলছে। প্রতিদিন প্রায় এক শ জুয়ার আসর বসছে। ধানশালিক র‌্যাফেল ড্রর নামে প্রতারণার ব্যবসাও চলছে। ভ্যারাইটি শোগুলো শুরু হয় সকাল ১০টার দিকে। একের পর এক চলছে গভীর রাত পর্যন্ত। শো-গুলোতে অনুষ্ঠিত হচ্ছে রগড় নৃত্য। উচ্চস্বরে গান-বাজনাও চলছে সমানতালে। ফলে এলাকায় কান পাতা দায়।

মহারাজপুর বাজারের একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন প্রায় ৭৫ বছর বয়সী হোসেন আলী। জানতে চাইলে তিনি বলেন, ‘দেখ তো বাপু, কত সমস্যা। কারো কথাও শোনা যায় না। ভ্যারাইটি শোয়ের নামে ভিতরে নাকি মেয়েদের অশ্লীল নৃত্য হয়। সঙ্গে জুয়া তো আছেই। এসবের টানে স্কুল-কলেজের ছেলেরাও পড়তে না গিয়ে এখানে এসে ঢুকছে। জুয়ায় সর্বস্বান্ত হচ্ছে মানুষ। আমাদের আর কী করার আছে! যিনি চালাচ্ছেন, তাঁর উপর কেউ কি কথা বলতে পারবে?’

‘কে চালাচ্ছেন?’ বৃদ্ধ বললেন, ‘এমপি চালাচ্ছেন। তিনিই তো উদ্বোধন করেছেন। তাঁর লোকজনই পাহারা দিয়ে চালাচ্ছে। আর পুলিশ তাদের সহযোগিতা করছে। এই অবস্থায় সাধারণ মানুষের কী করার আছে!’

এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘প্রতিবাদ করে কোনো লাভ হবে না। এমপি সরাসরি এই মেলা চালাচ্ছেন। তিনি ভাগ খাচ্ছেন। কেউ প্রতিবাদ করলে তার খবর আছে।’ তাঁর কথায় ক্ষোভ স্পষ্ট।

গতকাল মঙ্গলবার মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা গেছে, প্রায় ৫০ জন পুলিশ পাহারা দিচ্ছে সেখানে। জুয়া আর রগড় নৃত্যের আসর চলছিল তখন। সরকারি দলের স্থানীয় অনেক নেতাকর্মীও দেখভাল করছে মেলার।

স্থানীয় আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করে জানান, ওদুদ বিশ্বাস মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমানকে সভাপতি করে মেলা পরিচালনা কমিটি করেছেন। তবে তিনি সভাপতি হলেও মেলার দেখভাল করেন স্থানীয় আওয়ামী লীগের নেতারাই।

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মইনউদ্দিন মণ্ডল বলেন, ‘সাধারণ সম্পাদক এমপি ওদুদ বিশ্বাস এগুলো করছেন। তাঁকে আমরা ধরব- কেন এই মাসে এগুলো করছেন। কিন্তু সুযোগ পাচ্ছি না; তাঁকে পাওয়া যাচ্ছে না। তাই প্রতিবাদও করা যাচ্ছে না। এবার মিটিং হলেই এর জোর প্রতিবাদ জানাব আমরা।’

আরেকজন নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এমপি ওদুদ বিশ্বাস তাঁর নিজস্ব বাহিনী নিয়ে এ মেলা চালাচ্ছেন। মেলার নামে জুয়া, র‌্যাফেল ড্র ও যাত্রাপালায় প্রতিদিন কোটি টাকা আয় হচ্ছে। সেই টাকা ভাগ-বাটোয়ারা হচ্ছে। কিছু চামচা কিছু পাচ্ছে, বাকি টাকার হিসাব নাই।’

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান বলেন, ‘আমি শুধু সভাপতি। সব দেখাশোনা করছে এমপির লোকজন। মেলা সম্পর্কে তারাই ভালো বলতে পারবে।’

সদর থানার ওসি গোলাম মোর্তজা এ প্রসঙ্গে মন্তব্য করতে রাজি হননি। তবে মেলায় পুলিশ পাহারায় জুয়া ও ভ্যারাইটি শো চলছে বলে স্বীকার করেন তিনি।

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর কবীর বলেন, ‘আমাদের কাছ থেকেই মেলার অনুমোদন নিয়েছে। আমরা কিছু শর্ত দিয়ে মেলা চালাতে বলেছি।’

মেলায় অশ্লীল নৃত্য ও জুয়ার আসর চলছে- এ কথা জানালে জেলা প্রশাসক বলেন, ‘চুরি করে চালাচ্ছে এসব। আমাদের ম্যাজিস্ট্রেট প্রতিদিনই দেখতে যাচ্ছেন। তিনি চলে আসার পর এসব শুরু হয়।’

শোকের মাসে এ মেলা চলছে কেন- জানতে চাইলে জাহাঙ্গীর কবীর বলেন, ‘ঐতিহ্যবাহী এ মেলা কয়েক বছর ধরেই ঈদের দিন থেকে চলে আসছে; তাই এবারও অনুমোদন দেওয়া হয়েছে। তবে বেশি দিন চলবে না। কয়েক দিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে।’

মেলায় ঐতিহ্যবাহী কিছু সত্যিই আছে কি না সরেজমিনে খোঁজার চেষ্টা করা হয়েছে; কিন্তু তেমন কিছুই চোখে পড়েনি। চোখে পড়েছে শুধু জুয়া, ভ্যারাইটি শো আর রগড় নৃত্যের কসরত। প্রতিদিন এসব দেখতে হাজার হাজার মানুষ ভিড় করছে বলে জানায় স্থানীয়রা। তারা আরো জানায়, এলাকার সার্বিক পরিস্থিতির অবনতি ঘটছে। জুয়া আর র‌্যাফেল ড্রয়ে সর্বস্বান্ত হচ্ছে মানুষ।