ঢাকা, এপ্রিল ১৮, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৭:৩৭:৫৪

শিশু থ্যালাসেমিয়ায় আক্রান্ত, কী দেখলে বোঝা যাবে?

| ২৫ পৌষ ১৪২৫ | Tuesday, January 8, 2019

থ্যালাসেমিয়া একটি জটিল রক্তরোগ। ছবি : সংগৃহীত

আমাদের শরীরে হিমোগ্লোবিনের গঠন প্রণালিতে ত্রুটি দেখা দিলে একে থ্যালাসেমিয়া বলে। থ্যালাসেমিয়া একটি জন্মগত রক্তরোগ।

থ্যালাসেমিয়ার লক্ষণের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৩১১তম পর্বে কথা বলেছেন ডা. মুনিম আহমেদ। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের রক্তরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত।

প্রশ্ন : জন্মের পর কি পরিবর্তন দেখলে বোঝা যাবে যে বাচ্চাটার থ্যালাসেমিয়া হতে পারে?

উত্তর : সাধারণত এক বছর বয়সের আগে খুব একটা বোঝা যায় না যে একটি বাচ্চার থ্যালাসেমিয়া হয়েছে কি, হয়নি। কারণ, এক বছর পর্যন্ত বাচ্চার আসলে সে রকম কার্যক্রম থাকে না। এক বছর পর হঠাৎ করে দেখা যায় যে বাচ্চা খেলছে না। দুর্বল হয়ে যাচ্ছে। খাওয়া-দাওয়ায় অরুচি হচ্ছে। এরপর বাবা-মা হয়তো দেখে বাচ্চার পেটটা ফুলে উঠছে। এরপর প্রস্রাবটা একটু হলুদ হচ্ছে। চোখটা একটু হলুদ হয়ে যাচ্ছে। বাচ্চাটা যত বড় হচ্ছে, তত সে দুর্বল হয়ে যাচ্ছে। অর্থাৎ সে অন্যান্য বাচ্চার মতো হয়তো খেলতে যাচ্ছে না। স্কুলে তার পড়াশোনায় হয়তো মনোযোগ থাকছে না। কোনো কিছুতেই তার কোনো আগ্রহ থাকছে না। এ ধরনের লক্ষণগুলো দেখা দিলে আমার মনে হয়, মা-বাবার একজন রক্তরোগ বিশেষজ্ঞ বা শিশু বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত।