ঢাকা, মার্চ ১৯, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০, স্থানীয় সময়: ০৯:৩২:৫৫

এ পাতার অন্যান্য সংবাদ

কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির পণ্যমূল্য সহনীয় রাখতে সরকারের পাশাপাশি জনগণেরও নজরদারি চাই : সংসদে প্রধানমন্ত্রী রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকবে : প্রধানমন্ত্রী দিনের তাপমাত্রা বাড়তে পারে বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের ও উপনেতা আনিসুল ইসলাম রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বব্যাপী প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসার নিশ্চয়তা না পেয়ে বিএনপি নির্বাচন বর্জন করেছে : প্রধানমন্ত্রী

শিল্প-সংস্কৃতি চর্চার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে জঙ্গিসঙ্গীদের রাজনীতির বাইরে রাখতে হবে : ইনু

| ৭ চৈত্র ১৪২৪ | Wednesday, March 21, 2018

ঢাকা : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, শিল্প-সাহিত্য-সংস্কৃতি চর্চার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জঙ্গিদমন এবং জঙ্গিসঙ্গীদের ক্ষমতা ও রাজনীতির বাইরে রাখতে হবে।
তিনি আজ বুধবার দুপুরে রাজধানীর জাতীয় জাদুঘরে বেগম সুফিয়া কামাল মিলনায়তনে ‘কবিতাঙ্গন’ আয়োজিত জাতীয় কবিতা উৎসব -২০১৮ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসাম্প্রদায়িকতার ছাতার তলেই কবিরা নির্ভয়ে কবিতা লিখছেন,শিল্পী-সাহিত্যিকরা তাদের সৃষ্টিশীল চর্চা অব্যাহত রেখেছেন। মননশীলতার এই চর্চার ধারা যাতে স্তব্ধ না হয়,সেজন্য কখনই রাজাকার-জঙ্গি-যুদ্ধাপরাধীদের বাংলাদেশে ক্ষমতায় আসতে দেয়া যায় না।’
জাসদ সভাপতি বলেন, ‘বিএনপি-খালেদা চক্র নির্বাচনের নামে অপরাধীদের হালাল করতে চায়। তাদের মুখে গণতন্ত্র, কিন্তু আঁচলে রাজাকার, জঙ্গি ও আগুনসন্ত্রাসীরা। এ কারণে এদের বর্জন ও বিচারের বিকল্প নেই।’
এ সময় মুক্তিযোদ্ধা ইনু কবিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন,‘কবিরা মানুষের হৃদয় স্পর্শ করতে চায়, ঈশ^রকে ছুঁতে চায়। তারা কখনও রাজাকার হয়না, যুদ্ধাপরাধী হয়না, জঙ্গিসঙ্গী হয়না। তাদেরকে এবার শুধু জঙ্গির বিরুদ্ধে নয়, জঙ্গিসঙ্গীদের বিরুদ্ধেও কলম হাতে সোচ্চার হতে হবে।’
কবিতাঙ্গণের সম্পাদক কবি সর্দার আজাদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী, কবি অসীম সাহা, আসলাম সানী, পারভেজ বাবুল, ভারতের কবি অমৃত মাইতি বক্তৃতা করেন।
অনুষ্ঠানে আবৃত্তি করেন ড. শাহাদাত হোসেন নিপু, সীমা ইসলাম প্রমুখ।