ঢাকা, এপ্রিল ১৯, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৯:২৩:২৭

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

শিক্ষার্থীদের আন্দোলন ২৮ মার্চ পর্যন্ত স্থগিত

| ৭ চৈত্র ১৪২৫ | Thursday, March 21, 2019

ঢাকা: নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের আন্দোলন আগামী ২৮ মার্চ পর্যন্ত স্থগিত করেছে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের সাথে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের প্রায় সাড়ে ৩ ঘন্টা বৈঠকের পর এক যৌথ প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেওয়া হয়। আজ বুধবার দপুর ১ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত এ বৈঠক চলে।
ডিএনসিসি ভবনে অনুষ্ঠিত এ বৈঠক শেষে যৌথ প্রেসব্রিফিংয়ে মেয়র বলেন, ‘আমরা আজ সকালে প্রগতি স্বরণিতে বসুন্ধরা আবাসিক এলাকার গেইটে একটি ফুটওভার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি।’
শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে তিনি বলেন, ‘সু-প্রভাত পরিবহনের সকল বাস চলাচল স্থগিত করা হয়েছে। একই সাথে জাবালে নূরের সকল বাসের চলাচল যেন স্থগিত করা হয় সেজন্য আমি ইতোমধ্যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির চেয়ারম্যনকে অনুরোধ জানিয়েছি।’
তাছাড়া যাচাই-বাছাই করে আগামী ৭ কর্মদিবসের মধ্যে ঢাকা শহরের প্রয়োজনীয় সংখ্যক ফুটওভার ব্রিজ, আন্ডারপাস, জেব্রা ক্রসিং, স্পিড বেকার, রোড সাইন ইত্যাদি স্থাপনের পরিকল্পনা প্রণয়ন করে ৩০ দিনের মধ্যে যাতে তা দৃশ্যমান হয় সেজন্য কাজ শুরুর কথাও তিনি উল্লেখ করেন। আজ ডিএনসিসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, এ প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস’র উপাচার্য মেজর জেনারেল এমদাদুল বারী ও ডেপুটি পুলিশ কমিশনার প্রলয় কুমার জোয়ার্দার উপস্থিত ছিলেন।