ঢাকা, এপ্রিল ২৩, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৫:০২:৩৯

এ পাতার অন্যান্য সংবাদ

বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বব্যাপী প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসার নিশ্চয়তা না পেয়ে বিএনপি নির্বাচন বর্জন করেছে : প্রধানমন্ত্রী মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ে মানুষের সাংস্কৃতিক সম্পৃক্ততার আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সংসদে কার্যকরী ভূমিকা রাখতে স্বতন্ত্র সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী প্রকল্প বাস্তবায়নে অসাধারণ সাফল্য দেখিয়েছে পিপিপি বিদেশি পর্যবেক্ষকদের আগমন স্বচ্ছ নির্বাচনে সহায়ক : তথ্যমন্ত্রী

শরিকদের নিয়ে ‘খোঁচাখুঁচি’ না করার পরামর্শ প্রধানমন্ত্রীর

| ২৮ ভাদ্র ১৪২২ | Saturday, September 12, 2015

pm1নিউজ ডেস্ক :: মহাজোটের শরিকদের নিয়ে ‘খোঁচাখুঁচি’ না করার জন্য দলের নেতাদের পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  শুক্রবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক বৈঠকে শেখ হাসিনা এই পরামর্শ দেন। বৈঠকে উপস্থিত অন্তত তিনজন নেতা এই কথা জানান।

বৈঠক একটি সূত্র জানায়, শেখ হাসিনা বলেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ঐক্য ঠিক রাখতে হবে। আওয়ামী লীগের নেতাদের শরিকদের নিয়ে খোঁচাখুঁচি করা উচিত হবে না। কারণ শরিকেরা সবাই একটি সংগ্রামের মধ্যে আছে।  সম্প্রতি আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা ও এর আগে-পরে জাসদের ভূমিকা নিয়ে সমালোচনামূলক বক্তব্য দেন। পরে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফও জাসদ বিরোধী বক্তব্য দেন।

বৈঠক একটি সূত্র জানায়, শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দলের জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের কথা বলেন এবং সেই অনুসারে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন।  বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানান, প্রধানমন্ত্রী দলের নেতাদের উদ্দেশ বলেছেন তারা যেন বিএনপির নেতৃত্বাধীন জোটের হরতাল-অবরোধের সময় দেশে যে অরাজকতা হয়েছে তা সভা-সমাবেশে তুলে ধরেন। ওই সময়ের ক্ষয়-ক্ষতির কথা জনগণকে জানানোর নির্দেশ দেন তিনি।

সভার শুরুতে সূচনা বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জন প্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে কুৎসা রটানো বাংলার মানুষ আর বরদাশত করবে না। বঙ্গবন্ধু জাতির পিতা। তিনি কোনো রাজনৈতিক দলের একক সম্পত্তি হতে পারেন না। তিনি জাতির সম্পদ।  আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, মহাত্মা গান্ধী, মোহাম্মদ আলী জিন্নাহ, জর্জ ওয়াশিংটন, নেলসন ম্যান্ডেলাকে নিয়ে তাদের নিজ দেশে বিতর্ক নেই। বঙ্গবন্ধুকে নিয়েও বাংলাদেশে কোনো বিতর্ক চাই না।  সন্ধ্যা সাতটায় শুরু হওয়া বৈঠকে মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, নূহ উল আলম লেনিনসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন।