ঢাকা, এপ্রিল ২০, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০০:৫৭:৫৩

এ পাতার অন্যান্য সংবাদ

পূর্ব লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল জিম্মি চুক্তিতে হামাসকে রাজি করাতে মিসর ও কাতারের দ্বারস্থ বাইডেন দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চীনের গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে রমজানে মুসলমানদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ ॥ চলছে যুদ্ধবিরতির বৈঠক জর্ডানে মার্কিন সৈন্য হত্যা ॥ দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে জাতিসংঘ দূতদের সাক্ষাত জি৭ নেতাদের ভিডিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত

লিবিয়ায় ২১ মিশরীয় খ্রিস্টানের শিরশ্ছেদ

| ৫ ফাল্গুন ১৪২১ | Tuesday, February 17, 2015

 

 

ISEgyptianKilling

২১ খ্রিস্টানকে হত্যার প্রতিক্রিয়ায় লিবিয়ায় আইএসের ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে মিশর। শিরশ্ছেদের ভিডিও প্রকাশের কয়েক ঘণ্টা পরই এ হামলা চালানো হলো। জঙ্গিদের ক্যাম্প, প্রশিক্ষণ এলাকা এবং অস্ত্রাগার টার্গেট করেছে মিশরের বিমান বাহিনী। এদিকে, শিরোশ্ছেদের ঘটনায় সাতদিনের শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি।

সরকারি নিষেধাজ্ঞা সত্বেও কর্মসংস্থানের জন্য লিবিয়ায় মিশরীয়দের প্রবেশের ঘটনা নতুন নয়। এমনই কাজের সন্ধানে লিবিয়ায় গিয়েছিলেন হতভাগ্য ২১ খ্রিস্টান শ্রমিক। গত বছর ডিসেম্বর থেকে এবছর জানুয়ারির মধ্যে লিবিয়ার পূর্বাঞ্চল থেকে জিম্মি করা হয় তাদের। জঙ্গিরা বলেছে, ভিন ধর্মের কারণে তাদের হত্যা করা হয়েছে।

আন্তর্জাতিক সম্প্রদায় মিশর সরকারকে না দুষলেও নিহতেদের স্বজনরা এই হত্যাকাণ্ডকে সরকারের ব্যর্থতা হিসেবে দেখছে।

স্বজনদের একজন বলেন,” মিশর যদি সত্যিকার অর্থেই ক্ষমতাধর হতো, নাগরিকদের বিবেচনায় রাখতো, তাহলে অপহৃতরা নিরাপদেই বাড়ি ফিরতো। ফুর্তি করতে, বা চুরি-ডাকাতি করতে নয়, সংসার চালাতে লিবিয়ায় গিয়েছিলো তারা।”

ঘটনার পর পর জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক করেন প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি। মিশরের সন্ত্রাসবিরোধী অবস্থান অপরিবর্তিত থাকবে বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর স্পষ্ট ঘোষণা- সময় মতো এই বর্বরতার জবাব দেয়া হবে।

মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি জানান,” যথাযথ সময়ে, যথাযথ উপায়ে এই হত্যাকাণ্ডের জবাব দেবে মিশর। এ বিষয়টি তদারকি করতে জাতীয় প্রতিরক্ষা কাউন্সিলকে নির্দেশ দেয়া হয়েছে।”

নিহতের স্মরণে সাতদিনের শোক ঘোষণা করেছে মিশর সরকার। সেই সাথে মিশরীয় নাগরিকদের লিবিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

২০১১ সালে সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে আছে লিবিয়া। এই পরিস্থিতির সুযোগে লিবিয়ায় আস্তানা গেড়েছে আইএস ও অন্যান্য জঙ্গি গোষ্ঠী।

- See more at: http://independent24.tv/2015/02/16/%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%a4-%e0%a7%a8%e0%a7%a7-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%96/#sthash.oiFDWuH8.dpuf মির্জা | আপডেট: ০৮:০৮, February ১৬, ২০১৫ -1 টি মন্তব্য

ISEgyptianKilling বিশ্ব, শীর্ষ সংবাদ:

লিবিয়ায় ২১ মিশরীয় খ্রিস্টানের শিরশ্ছেদ

<a href=’http://gold.ritsads.com/ads/server/adserve/www/delivery/ck.php?n=a28df04e&cb=INSERT_RANDOM_NUMBER_HERE’ target=’_blank’><img src=’http://gold.ritsads.com/ads/server/adserve/www/delivery/avw.php?zoneid=813&cb=INSERT_RANDOM_NUMBER_HERE&n=a28df04e’ border=’0′ alt=” /></a>২১ খ্রিস্টানকে হত্যার প্রতিক্রিয়ায় লিবিয়ায় আইএসের ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে মিশর। শিরশ্ছেদের ভিডিও প্রকাশের কয়েক ঘণ্টা পরই এ হামলা চালানো হলো। জঙ্গিদের ক্যাম্প, প্রশিক্ষণ এলাকা এবং অস্ত্রাগার টার্গেট করেছে মিশরের বিমান বাহিনী। এদিকে, শিরোশ্ছেদের ঘটনায় সাতদিনের শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি।

সরকারি নিষেধাজ্ঞা সত্বেও কর্মসংস্থানের জন্য লিবিয়ায় মিশরীয়দের প্রবেশের ঘটনা নতুন নয়। এমনই কাজের সন্ধানে লিবিয়ায় গিয়েছিলেন হতভাগ্য ২১ খ্রিস্টান শ্রমিক। গত বছর ডিসেম্বর থেকে এবছর জানুয়ারির মধ্যে লিবিয়ার পূর্বাঞ্চল থেকে জিম্মি করা হয় তাদের। জঙ্গিরা বলেছে, ভিন ধর্মের কারণে তাদের হত্যা করা হয়েছে।

আন্তর্জাতিক সম্প্রদায় মিশর সরকারকে না দুষলেও নিহতেদের স্বজনরা এই হত্যাকাণ্ডকে সরকারের ব্যর্থতা হিসেবে দেখছে।

স্বজনদের একজন বলেন,” মিশর যদি সত্যিকার অর্থেই ক্ষমতাধর হতো, নাগরিকদের বিবেচনায় রাখতো, তাহলে অপহৃতরা নিরাপদেই বাড়ি ফিরতো। ফুর্তি করতে, বা চুরি-ডাকাতি করতে নয়, সংসার চালাতে লিবিয়ায় গিয়েছিলো তারা।”

ঘটনার পর পর জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক করেন প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি। মিশরের সন্ত্রাসবিরোধী অবস্থান অপরিবর্তিত থাকবে বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর স্পষ্ট ঘোষণা- সময় মতো এই বর্বরতার জবাব দেয়া হবে।

মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি জানান,” যথাযথ সময়ে, যথাযথ উপায়ে এই হত্যাকাণ্ডের জবাব দেবে মিশর। এ বিষয়টি তদারকি করতে জাতীয় প্রতিরক্ষা কাউন্সিলকে নির্দেশ দেয়া হয়েছে।”

নিহতের স্মরণে সাতদিনের শোক ঘোষণা করেছে মিশর সরকার। সেই সাথে মিশরীয় নাগরিকদের লিবিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

২০১১ সালে সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে আছে লিবিয়া। এই পরিস্থিতির সুযোগে লিবিয়ায় আস্তানা গেড়েছে আইএস ও অন্যান্য জঙ্গি গোষ্ঠী।

- See more at: http://independent24.tv/2015/02/16/%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%a4-%e0%a7%a8%e0%a7%a7-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%96/#sthash.oiFDWuH8.dpuf