ঢাকা, মার্চ ২৮, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, স্থানীয় সময়: ১৫:১৪:৪৯

এ পাতার অন্যান্য সংবাদ

গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে রমজানে মুসলমানদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ ॥ চলছে যুদ্ধবিরতির বৈঠক জর্ডানে মার্কিন সৈন্য হত্যা ॥ দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে জাতিসংঘ দূতদের সাক্ষাত জি৭ নেতাদের ভিডিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত গাজায় ইসরাইলের জোর হামলায় ৫৫ জন নিহত : হামাস হিজবুল্লাহ ‘লেবাননকে যুদ্ধে টেনে নিয়ে যাচ্ছে’: ইসরায়েল সামরিক বাহিনী গাজায় ৪ লাখ ২৩ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ

রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের অপরাধের তদন্ত শুরু করছে আইসিসি

| ৫ আশ্বিন ১৪২৫ | Thursday, September 20, 2018


দ্য হেগ : আন্তর্জাতিক অপরাধ দমন আদালতের প্রসিকিউটর হত্যা, যৌন নির্যাতন ও দেশত্যাগে বাধ্য করাসহ রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে সংঘটিত মিয়ানমারের কথিত অপরাধের ব্যাপারে মঙ্গলবার প্রাথমিক তদন্তের কাজ শুরু করতে যাচ্ছেন। খবর এএফপি’র।
প্রসিকিউটর ফতৌ বেনসৌদা মিয়ানমারের সামরিক বাহিনীর দমনপীড়নের পূর্ণাঙ্গ তদন্তের ব্যাপারে পর্যাপ্ত তথ্য খোঁজার চেষ্টা চালাবেন। দেশটির সামরিক বাহিনীর নিষ্ঠুর দমন অভিযানে বাধ্য হয়ে প্রায় সাত লাখ লোক প্রতিবেশী দেশ বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
হেগ ভিত্তিক এ আন্তর্জাতিক অপরাধ দমন আদালতের ব্যাপারে মিয়ানমার স্বাক্ষর না করলেও বাংলাদেশ এর সদস্য হওয়ার কারণে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ তদন্তের আইনগত অধিকার এ আদালতের রয়েছে বিচারকদের এমন নির্দেশনা দেয়ার প্রায় দুই সপ্তাহ পর তদন্তের উদ্যোগ নেয়া হলো।
এক বিবৃতিতে বেনসৌদা বলেন, ‘আমি এ প্রক্রিয়ার পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার এবং এ ব্যাপারে প্রাথমিক তদন্তের সিদ্ধান্ত নিয়েছি।’
বেনসৌদা বলেন, মিয়ানমারের সামরিক বাহিনীর দমনপীড়নের কারণে বাধ্য হয়ে গৃহহীন হয়ে পড়া রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা হিসাব করা হতে পারে। এছাড়া প্রথমিক তদন্তে মৌলিক অধিকার হরণ, হত্যাযজ্ঞ, যৌন নির্যাতন, গুম, ধ্বংসযজ্ঞ ও লুটের ঘটনা খতিয়ে দেখা হবে।
প্রাথমিক তদন্তের ভিত্তিতে আইসিসি আনুষ্ঠানিক তদন্তের কাজ শুরু করতে পারে। উল্লেখ্য, যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে সংঘটিত অপরাধ তদন্তে ২০০২ সালে এ আদালত প্রতিষ্ঠা করা হয়।