ঢাকা, এপ্রিল ২৬, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৪:২১:১৯

এ পাতার অন্যান্য সংবাদ

পূর্ব লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল জিম্মি চুক্তিতে হামাসকে রাজি করাতে মিসর ও কাতারের দ্বারস্থ বাইডেন দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চীনের গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে রমজানে মুসলমানদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ ॥ চলছে যুদ্ধবিরতির বৈঠক জর্ডানে মার্কিন সৈন্য হত্যা ॥ দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে জাতিসংঘ দূতদের সাক্ষাত জি৭ নেতাদের ভিডিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত

রাজস্থান ও তেলেঙ্গানায় বিধানসভার ভোটগ্রহণ:রাজস্থানে ৭২.৭০ শতাংশ এবং তেলেঙ্গানায় প্রায় ৬৭ শতাংশ ভোট পড়েছে

| ২৪ অগ্রহায়ন ১৪২৫ | Saturday, December 8, 2018

Image result for ভারত

ভারতে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের শেষ দফায় গতকাল শুক্রবার রাজস্থান ও তেলেঙ্গানা রাজ্যে ভোট নেওয়া হয়েছে। দুই রাজ্যেই এদিন সকাল ৮টা থেকে কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ শুরু হয়। তবে তেলেঙ্গানায় মাওবাদী এলাকায় বিশেষ নজর রাখা হয়। রাজস্থানে ৭২.৭০ শতাংশ এবং তেলেঙ্গানায় প্রায় ৬৭ শতাংশ ভোট পড়েছে।

২০০ আসনের রাজস্থান বিধানসভায় ভোট নেওয়া হয় ১৯৯টি আসনে। অন্যদিকে তেলঙ্গানার ১১৯টি আসনের সবটিতেই ভোট নেওয়া হয়। ইতিমধ্যে শেষ হয়েছে মধ্য প্রদেশ, ছত্তিশগড়, মিজোরামের ভোটগ্রহণ। ১১ ডিসেম্বর এই পাঁচ রাজ্যের ভোট গণনা হবে একসঙ্গে।

মোটামুটি নির্বিঘ্নে ভোটগ্রহণের খবর মিললেও তেলেঙ্গানায় ভোটার তালিকা থেকে নাম রহস্যজনকভাবে বাদ পড়ার অভিযোগ তুলেছেন দেশটির ব্যাডমিন্টন তারকা জ্বালা গাট্টা। নির্বাচন ব্যবস্থায় অস্বচ্ছতার অভিযোগ তুলে সেই ক্ষোভ তিনি জানান টুইটারে। অনলাইন তালিকায় নাম থাকলেও ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে তিনি দেখেন তাঁর নাম নেই। শুধু জ্বালা গাট্টাই নন, অনেক সাধারণ মানুষও এই সমস্যার মুখোমুখি হয় বলে জানা যায় সংবাদমাধ্যম সূত্রে।

রাজস্থানে ৫১ হাজার ৯৬৫টি বুথে ভোটগ্রহণ হয়। এ রাজ্যে ভাগ্য পরীক্ষা হবে দুই হাজার ২৭৪ জন প্রার্থীর। তেলেঙ্গানার ১১৯টি আসনের সব মিলিয়ে বুথের সংখ্যা ৫১ হাজার ৭৯৬। ভাগ্য নির্ধারণ হবে এক হাজার ৮২১ জন প্রার্থীর। মোট ভোটার প্রায় দুই কোটি ৮০ লাখ।

রাজস্থানে ক্ষমতা ধরে রাখতে এবার মরিয়া বিজেপি। মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়ার মূল প্রতিপক্ষ শচীন পাইলটের নেতৃত্বাধীন কংগ্রেস। ঝালরাপতন কেন্দ্রে বসুন্ধরা রাজে ছাড়াও বিজেপির হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন চুরু কেন্দ্রে রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রী রাজেন্দ্র রাঠোর, আদর্শনগর কেন্দ্রে রাজ্য বিজেপির সভাপতি অশোক প্রণমী, অজমেঢ় দক্ষিণে রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অনিতা ভাদেল, উদয়পুর কেন্দ্রে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী গুলাবচাঁদ কাটারিয়া।

হাত শিবিরে বিরোধী দলনেতা তথা জাঠ নেতা রামেশ্বর লাল ডুডি প্রার্থী হয়েছেন নোখা কেন্দ্রে। টঙ্ক কেন্দ্রে প্রার্থী রাজস্থান কংগ্রেসের সভাপতি শচীন পাইলট। এ ছাড়া সর্দারপুরা কেন্দ্রে প্রার্থী সাবেক মুখ্যমন্ত্রী অশোক গহলৌত, গুধা মালিনী কেন্দ্রে রাজ্যের সাবেক রাজস্বমন্ত্রী হেমারাম চৌধুরী, ঝালরাপতন কেন্দ্রে যশোবন্ত সিংহের ছেলে মানবেন্দ্র সিংহ, বাগিডোরায় সাবেক মন্ত্রী মহেন্দ্র জিৎ সিংহ মালব্যরের মতো হেভিওয়েটরা। সমাজবাদী পার্টির পাঁচবারের সাংসদ এবং দুইবারের বিধায়ক লক্ষ্মণ সিংহ চৌধুরী লড়ছেন রামগড় কেন্দ্রে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা।