ঢাকা, এপ্রিল ২৬, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৪:০৪:৪৩

এ পাতার অন্যান্য সংবাদ

টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র পুনর্বাসন না করে বস্তিবাসীদের উচ্ছেদ করা হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হিসেবে ফের নিয়োগ পেলেন বিপ্লব বড়ুয়া সংসদ অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আপিলে দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন নির্বাচনে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি সেনাবাহিনী চায় ইসি : পিএসও আদালত আবমাননায় বিচারক সোহেল রানার সাজার বিরুদ্ধে আপিলের রায় ২৩ জানুয়ারি রাজধানীর ২১টি স্থানে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগের ঘটনায় ৪ জন গ্রেফতার : ডিএমপি নির্বাচনে সেনা মোতায়েন হবে কিনা, জানালেন ইসি

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার আসামি নিহত

| ১৩ চৈত্র ১৪২৫ | Wednesday, March 27, 2019

 

রাজধানীর পশ্চিম মাটিকাটা এলাকায় মঙ্গলবার রাতে র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে হত্যা মামলার এক পলাতক আসামি নিহত হয়েছে।

নিহত শফিকুলের (৩০) বিরুদ্ধে হত্যা মামলাসহ ডজন খানেক মামলা রয়েছে বলে র‍্যাব জানিয়েছে। তিনি নরসিংদী জেলার বাসিন্দা।

র‌্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী শমসের উদ্দিনের ভাষ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে শফিকুলের অবস্থান জানার পর মঙ্গলবার রাত ১১টা ৪০মিনিটে ঘটনাস্থলের একটি বহুতল ভবনে অভিযান চালানো হয়। উপস্থিতি টের পেয়ে শফিকুল ও তাঁর দুই সহযোগী র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষায় র‌্যাবও পাল্টা গুলি চালায়।

পরে গুলিবিদ্ধ শফিকুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শফিকুলের দুই সহযোগী ফারুক ও প্রদীপকে আটক করা হয়েছে জানিয়ে র‌্যাব কর্মকর্তা আরো বলেন, ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, অসংখ্য বুলেট ও একটি শটগান উদ্ধার করা হয়েছে।

‘বন্দুকযুদ্ধে’ এক র‌্যাব সদস্য আহত হয়েছেন বলেও র‌্যাব-১১-এর অধিনায়ক।