ঢাকা, এপ্রিল ১৯, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ২০:০৭:২১

এ পাতার অন্যান্য সংবাদ

টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র পুনর্বাসন না করে বস্তিবাসীদের উচ্ছেদ করা হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হিসেবে ফের নিয়োগ পেলেন বিপ্লব বড়ুয়া সংসদ অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আপিলে দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন নির্বাচনে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি সেনাবাহিনী চায় ইসি : পিএসও আদালত আবমাননায় বিচারক সোহেল রানার সাজার বিরুদ্ধে আপিলের রায় ২৩ জানুয়ারি রাজধানীর ২১টি স্থানে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগের ঘটনায় ৪ জন গ্রেফতার : ডিএমপি নির্বাচনে সেনা মোতায়েন হবে কিনা, জানালেন ইসি

রাজধানীতে স্কুলছাত্রের ঝুলন্ত লাশ

| ৩০ ভাদ্র ১৪২৪ | Thursday, September 14, 2017

 

রাজধানীর বনানীর কড়াইল এলাকায় আজ বৃহস্পতিবার সকালে একটি বাসা থেকে বিজয় নামের এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। লাশটি ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুরোনো ছবি

রাজধানীর বনানীর কড়াইল এলাকায় একটি বাসা থেকে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে বনানী থানা পুলিশ বিজয় কৃষ্ণ মুন্না (১৩) নামের ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়।

নিহত বিজয় ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার চৌদ্দবুড়িয়া গ্রামের ক্ষিতিশ চন্দ্র শীলের ছেলে।

বিজয়ের বড় ভাই স্বপন চন্দ্র জানান, তাঁরা বনানী কড়াইল এলাকায় কুমিল্লাপট্টির একটি বাসায় ভাড়া থাকেন। বিজয় মহাখালী মডেল স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ত। দুই ভাই একই রুমে ঘুমান। গতকাল বুধবার রাত ১১টার দিকে খাওয়া-দওয়া করে ঘুমিয়ে পড়ে বিজয়। কাজ শেষে রাতে বাসায় ফিরে বিজয়কে ডাকাডাকি করেন তিনি। অনেকক্ষণ ডাকাডাকির পর কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরের আড়ার সঙ্গে বিজয়কে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে তার লাশ নামানো হয়। তবে কী কারণে বিজয় ফাঁস দিয়েছে, তা জানে না পরিবারের লোকজন।

এ বিষয়ে জানতে চাইলে বনানী থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।