ঢাকা, এপ্রিল ২৪, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৯:০৩:২৩

এ পাতার অন্যান্য সংবাদ

টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র পুনর্বাসন না করে বস্তিবাসীদের উচ্ছেদ করা হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হিসেবে ফের নিয়োগ পেলেন বিপ্লব বড়ুয়া সংসদ অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আপিলে দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন নির্বাচনে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি সেনাবাহিনী চায় ইসি : পিএসও আদালত আবমাননায় বিচারক সোহেল রানার সাজার বিরুদ্ধে আপিলের রায় ২৩ জানুয়ারি রাজধানীর ২১টি স্থানে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগের ঘটনায় ৪ জন গ্রেফতার : ডিএমপি নির্বাচনে সেনা মোতায়েন হবে কিনা, জানালেন ইসি

রাজধানীতে ভোট কেনার চেষ্টার অভিযোগে ৮ জন গ্রেফতার

| ১৪ বৈশাখ ১৪২২ | Monday, April 27, 2015

রাজধানীর বিভিন্ন এলাকায় সিটি করপোরেশন নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের জন্য ভোট কেনার চেষ্টার সময় নগদ টাকাসহ ৮ জন গ্রেফতার হয়েছেন। রোববার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত মিরপুর, খিলক্ষেত, হাজারীবাগ ও রমনা এলাকা থেকে এদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে সাড়ে তিন লাখ টাকাও উদ্ধার করা হয়। পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা সবাই বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মী। তারা দল সমর্থিত প্রার্থীদের জন্য ভোট কেনার চেষ্টা করছিলেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ কমিশনার (ডিএমপি) জাহাঙ্গীর আলম সমকালকে বলেন, ‘মিরপুর এলাকা থেকে আজ (সোমবার) দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে ভোট কেনার চেষ্টার সময় ৫ জনকে গ্রেফতার করা হয়। এরা সারফিন নামে একজনের নেতৃত্বে ভোট কেনার চেষ্টা করছিলেন। গ্রেফতারকৃতদের কাছ থেকে নগদ ৩ লাখ টাকা জব্দ করা হয়।’ এছাড়া সোমবার ডিএমপির হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে খিলক্ষেত থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, মধ্যপাড়া এলাকায় টাকা দিয়ে ভোট কেনার চেষ্টার সময় আজ ভোর ৪টার দিকে ফিরোজ মিয়া নামে একজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তিনি স্থানীয় বিএনপি কর্মী। গ্রেফতারের সময় তার কাছে নগদ সাড়ে ১৫ হাজার টাকাও পাওয়া গেছে। ওই বিজ্ঞপ্তিতে হাজারীবাগ থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান, গনকতলী এলাকায় টাকা দিয়ে ভোট কেনার চেষ্টার সময় ২৫ হাজার ৫০০ টাকাসহ আলাউদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করা হয়। রোববার রাতে গ্রেফতার হওয়া আলাউদ্দিন যুবদলের ভাইস প্রেসিডেন্ট। একই বিজ্ঞপ্তিতে রমনা থানার ওসি মশিউর রহমান বলেন, ‘৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী শেখ আমির হোসেনের জন্য রমনা থানার চল্লিশ ঘর বস্তি এলাকায় রোববার রাতে টাকা দিয়ে ভোট কেনার সময় মাসুদ নামে এক বিএনপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তার কাছে সাড়ে ১২ হাজার টাকা পাওয়া গেছে।’