ঢাকা, এপ্রিল ২০, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৮:৪৭:৫৫

রাঙ্গামাটি রাজবন বিহারে আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে মহাপুণ্যানুষ্ঠান অনুষ্ঠিত

| ২৫ আষাঢ় ১৪২৪ | Sunday, July 9, 2017

রাঙ্গামাটি: রাঙ্গামাটির রাজবন বিহার পরিচালনা কমিটির উদ্যোগে শুভ আষাঢ়ী পূর্ণিমা ধর্মীয় ভাব মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৯ ঘটিকার সময়ে রাজবন বিহারের দেশনালয়ের প্রাঙ্গণে ভিক্ষু সংঘের আগমনে বিশিষ্ট সংগীত শিল্পী রনজিৎ দেওয়ান ও ধর্মরতœা চাকমা উদ্বোধনী সংগীত পরিবেচনা ও মধুচন্দ্র চাকমার সঞ্চালনায় মধ্য দিয়ে শুরু হয় মহাপুণ্যানুষ্ঠান।
সর্ব জীবের হিতসুখ ও মঙ্গলার্থে পাঁচ মিনিট ভাবনার মধ্যে দিয়ে সার্বজনীন বুদ্ধমুর্তি দান, সংঘ দান, অষ্টপরিস্কার দান, পিন্ডু দানসহ নানাবিধ দানানুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা ও স্বাগত বক্তব্য রাখেন রাজবন বিহার কার্যনির্বাহী পরিষদের সভাপতি গৌতম দেওয়ান।
পৃথিবীর সকল প্রাণীর হিতসুখ ও মঙ্গলার্থে বিশেষ বক্তব্য রাখেন ধর্মানুরাগী মনি স্বপন দেওয়ান এবং ভিক্ষু সংঘের মধ্য থেকে ধর্ম দেশনা প্রদান করেন রাজবন বিহারে অধ্যক্ষ ও ভিক্ষু সংঘের শিয্য প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাথেরো, শ্রীমৎ জ্ঞানপ্রিয় মহাথেরো।
এছাড়া অনুষ্ঠান শেষে পরম পূজ্য অর্হৎ শ্রীমৎ সাধনান্দ মহাস্থবির (বন ভান্তের) ধারণকৃত বাণী ক্যাসেটে শোনানো হয়।